X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন জিপিএ-৫ পেলো যমজ বোন, এই কৃতিত্ব তাদের মায়েরও

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
৩০ নভেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:০২

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিক ও মাধ্যমিকে পড়েছে একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে ফলাফলও এক যমজ বোন সামিয়া খাতুন ও সাদিয়া খাতুনের। এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে দুই জনই। তবে তাদের এমন সাফল্যের পেছনের গল্পটা সহজ নয়, বেশ কঠিন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের হাজীপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে সামিয়া ও সাদিয়া। বড় বোন নির্জনা আক্তার স্বনন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন তাদের বাবা আশরাফুল ইসলাম। এখন কোনও কাজ করতে পারেন না। টিউশনি করে মেয়েদের পড়াশোনা খরচ ও কোনোরকমে সংসার চালিয়ে নিচ্ছেন মা আসমা খাতুন। এর মধ্যেই এবার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সামিয়া ও সাদিয়া। 

প্রতিবেশী সোনিয়া খাতুন বলেন, ‘সামিয়া ও সাদিয়ার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি বাড়িতেই থাকেন। কোনও কাজ করতে পারেন না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ থাকায় তিন মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েন মা আসমা খাতুন। স্বামীর চিকিৎসা ও মেয়েদের পড়াশোনার খরচ এবং সংসার চালানোর হাল ধরেন তিনি। এইচএসসি পাস আসমা খাতুন বাড়ির আশপাশের ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়ে এবং পৈত্রিক সূত্রে পাওয়া স্বামীর সামান্য মাঠের জমি লিজ দিয়ে কোনোরকম সংসারটা চালিয়ে নিচ্ছেন। সংসারে চরম অভাব-অনটন থাকলেও লেখাপড়া থেকে একটুও পিছু হটেনি তার মেয়েরা।’

সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন

আরেক প্রতিবেশী শামিম মিয়া বলেন, ‘সামিয়া ও সাদিয়া আমাদের গ্রামের গর্ব। অভাব-অনটনসহ নানা প্রতিকূলতা পেরিয়ে অদম্য ইচ্ছা শক্তিতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন পেয়েছে তারা। অভাবের কারণে তারা কখনও প্রাইভেট পড়তে পারেনি। তবে নিজেদের পড়োশোনার খরচ জোগাতে বাড়িতে আশপাশের শিশুদের পড়ায়। কারও সহযোগিতা পেলে তারা আরও এগিয়ে যাবে।’

সামিয়া-সাদিয়ার মামা আরিফুজ্জামান জানান, প্রায় ১২ বছর আগে মাথায় একটি আঘাত পান তাদের বাবা। এরপর চিকিৎসা করেও সুস্থ হননি। বর্তমানে মা ও দুই মেয়ের টিউশনি করে সংসার চালান। সামিয়া ডাক্তার হতে চাই এবং সাদিয়া প্রশাসনিক ক্যাডার হতে চায়। 

নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত সামিয়া ও সাদিয়া জানায়, এই কৃতিত্ব তাদের মায়ের। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা অনেক সহায়তা করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই বোন। তারা যেন আরও ভালো ফলাফল করে লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছে।

আসমা খাতুন বলেন, ‘তিন মেয়েকে নিয়েই আমাদের সংসার। বড় মেয়ে নির্জনাও মেধাবী। এসএসসিতে এ প্লাস পেয়ে বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। চরম প্রতিকূলতার মধ্যেও মেয়েদের এমন সাফল্যে আমি খুব খশি। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারসহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের কষ্ট লাঘব হতো।’

মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বানু বলেন, ‌‘অভাবের সংসারে বেড়ে ওঠা যমজ বোন সামিয়া-সাদিয়ার এমন সাফল্যে আমরা অভিভূত। তাদের সফলতা কামনা করি।’

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের বলেন, ‘চরম প্রতিকূলতার মধ্যেও দুর্বার গতিতে এগিয়ে চলা সামিয়া ও সাদিয়ার মেধা বিকাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করি।’

সামিয়া ও সাদিয়ার জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা: আসমা খাতুন; ধুবইল, মিরপুর, কুষ্টিয়া; বিকাশ নাম্বার: ০১৭৫৪-৬৩৪৫৩০

/এসএইচ/
সম্পর্কিত
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা