X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো মোংলায় ভারতীয় কারখানায় লাগা আগুন

মোংলা প্রতিনিধি 
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০২

মোংলা ইপিজেডে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান ভিআইপি কারখানায় লাগা ভয়াবহ আগুন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওই করাখানার এক নম্বর ইউনিটে আগুন লাগে। আগুন লাগার পর রফতানি পণ্য লাগেজ তৈরির এই প্রতিষ্ঠানটি থেকে ৭০০ শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও সম্পূর্ণ কারখানাটি পুড়ে ১৫০ কোটি টাকার সম্পদ ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরবেশ আলী জানান, ভিআইপি কারখানায় লাগা আগুন আজ বিকাল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের সদস্যরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কারখানায় রাসায়নিক আঠা, পলিথিন জাতীয় দাহ্য পদার্থ থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে ৪৮ ঘণ্টা সময় লেগেছে। তবে পোড়া মালামালের মধ্যে থেকে আবারও যাতে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আগুনের সৃষ্টি হতে না পারে সে জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেও দুর্ঘটনাস্থলে থাকবেন।

ভিআইপি কারখানার কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মোংলা ভিআইপি কারখানায় ৯টি ইউনিটের মধ্যে ১ নম্বর কারখানাটিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। আগুনে কারখানাটিতে থাকা লাগেজ তৈরির কাঁচামাল, মেশিনারি ও বিপুল পরিমাণ তৈরি করা লাগেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এক লাখ ১১ হাজার বর্গফুটের কারখানাটির ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের দাবি করলেও সন্ধ্যায় পোড়া মালামালের মধ্য থেকে ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানান এই কর্মকর্তা।

মোংলা ইপিজেড কর্তৃপক্ষ জানায়, আগুনে পুড়ে যাওয়া ভারতীয় শিল্প প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রি বাংলাদেশ প্রাইভেট লিমিডেট কারখানাটি ২০১৩ সালে মোংলা ইপিজেডে যাত্রা শুরু করে। প্রথমে কারখানাটি ছয়টি ইউনিট দিয়ে পণ্য উৎপাদনে যায়। পরে ২০২৩ সাল পর্যন্ত এক লাখ ১১ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠানটির ৯টি কারখানা উৎপাদনে রয়েছে। এই কারখানায় উৎপাদিত বিশ্বমানের ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়ে থাকে।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহমেদ সিদ্দিক জানান, মোংলা ইপিজেডের ভেতরে ভিআইপি কারখানার আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের কমিটি তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটি আগামী রবিবার প্রতিবেদন জমা দেবে।

/এফআর/
সম্পর্কিত
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা