X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিদেশ থেকে ফিরে নতুন জাতের তরমুজ চাষে ভাগ্যবদল

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৫ জুন ২০২৩, ০৮:০১আপডেট : ১৫ জুন ২০২৩, ০৮:০১

হতাশা নিয়ে ওমান থেকে দেশে ফেরেন শামীম আহম্মেদ। এরপর কী করবেন ভেবে পাচ্ছিলেন না। কয়েক মাস বেকার থাকার পর ইউটিউবে বিভিন্ন ফসল চাষাবাদের ভিডিও দেখেন। কিছুদিন পর শুরু করেন হলুদ (গোল্ডেন ক্রাউন) ও কালো (ব্ল্যাক কুইন) জাতের তরমুজ চাষ। এই তরমুজ বিক্রি করে তিন মাসের ব্যবধানে খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। 

শামীম আহম্মেদ (৩০) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংলী গ্রামের এলাহী মন্ডলের ছেলে। জংলী গ্রামে নিজেদের ২০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। অল্প সময়ে এমন ফসল চাষ করে সাড়া ফেলেছেন। তাকে দেখে এই জাতের তরমুজ আবাদের কথা ভাবছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, বাঁশের চালার ওপর জাল দিয়ে মাচার ছাউনি দেওয়া। পুরো মাচা ভরে আছে সবুজ পাতায়। মাচার নিচে ঝুলছে হলুদ ও কালো রংয়ের তরমুজ। তরমুজগুলো যাতে পড়ে না যায়, সে জন্য জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বাহারি তরমুজগুলো দেখেতে প্রতিনিয়ত ক্ষেতে ভিড় করছেন স্থানীয়রা।

দীর্ঘ ৯ বছর ওমানে ছিলাম জানিয়ে শামীম আহম্মেদ বলেন, ‘দেশের বাইরের জীবনটা ছিল অনেক কষ্টের। হতাশা নিয়ে বাড়ি ফিরে কৃষিকাজ করার কথা ভাবি। উপজেলা কৃষি অফিসে গেলে তারা উচ্চফলনশীল ফসল চাষের কথা জানান। এরপর ইউটিউবে বিভিন্ন ফসলের আবাদ কীভাবে করতে হয়, সেগুলো দেখি। একসময় কৃষি কর্মকর্তা গ্রীষ্মকালীন তরমুজ চাষের কথা বলেন। পরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে চাষের প্রশিক্ষণ নিয়ে ২০ শতক জমিতে হলুদ ও কালো জাতের তরমুজ চাষ করি। এতে ভাগ্যবদল হয়েছে।’

২০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন শামীম

শামীম আরও বলেন, ‘প্রথমে বীজ সংগ্রহ করি। জমিতে কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতি ব্যবহার করেছি। এ জন্য হলুদ ফাঁদ ব্যবহার করেছি। সেইসঙ্গে মালচিং ব্যবহার করায় সেচ ও শ্রমিক খরচ অনেক কম হয়েছে। ২০ শতক জমিতে মাত্র ১৩ হাজার টাকা খরচ করেছি। এ পর্যন্ত ২০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি।’

যখন চাষ শুরু করি তখন অনেকে বলেছিলেন এই এলাকায় তরমুজ হয় না, গাছ কেটে ফেলতে হবে উল্লেখ করে এই তরুণ কৃষক বলেন, ‘বীজ রোপণের ৬৫-৭০ দিনের মাথায় ফলন পেয়েছি। দেখতে বাঙ্গির মতো হলেও ভেতরটা টকটকে লাল এবং খেতে খুবই মিষ্টি। ক্ষেতে এখনও ১২০০-১৫০০ মতো তরমুজ আছে। একেকটির ওজন আড়াই থেকে তিন কেজি। ৭০ টাকা কেজি দরে ক্রেতারা ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছেন। আশা করছি, দুই থেকে আড়াই লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবো।’

একই এলাকার কৃষক আলী আক্কাস আলী বলেন, ‘আমি কলা, বেগুন, ঝিঙা ও শসা চাষ করি। এর আগে এই এলাকায় এমন তরমুজ চাষ কখনও হয়নি। শামীম প্রথম চাষ করেছেন। খুবই অল্প সময়ে ফলন পেয়েছেন।’

স্থানীয় কৃষক আলমগীর হোসেন বলেন, ‘বিষমুক্ত হওয়ায় এই তরমুজ খুবই ভালো। আমি চাষ করার কথা ভাবছি। এর ওপর প্রশিক্ষণ নেবো।’

একই এলাকার কৃষক শরীফ আলী বলেন, ‘মাচায় তরমুজ চাষের কথা জানতাম না। এখন চোখের সামনে দেখছি। আগামীকে আমিও আবাদ করবো।’

শামীমের বাবা এলাহী মন্ডল বলেন, ‘প্রথমে মনে করেছিলাম ফলন হবে না। কিন্তু এখন দেখছি, আসলেই লাভজনক। কম সময়ে তরমুজ ধরেছে অনেক বেশি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।’

ক্রেতারা ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছেন তরমুজ

শামীমের চাষ দেখে এলাকার অনেক কৃষক এই জাতের তরমুজ চাষে আগ্রহী হয়েছেন বলে জানালেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন তরমুজ চাষ অন্য ফসলের তুলনায় কম সময়ে অধিক লাভজনক। তবে এই এলাকায় চাষটা চ্যালেঞ্জিং। শামীমের সাফল্য দেখে অনেক কৃষক চাষাবাদে আগ্রহ দেখিয়েছেন। আগামীতে চাষাবাদ বাড়বে।’

উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে শামীমকে তিন দিনের প্রশিক্ষণ দিয়েছি। দুই মাসের মধ্যে দুই থেকে আড়াই লাখ টাকা লাভ অন্য ফসলের তুলনায় অনেক বেশি। আশা করছি, আগামীতে উপজেলায় ২০ বিঘা জমিতে এই তরমুজ আবাদ হবে।’

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাজ করছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা তরমুজের মতো নিরাপদ বিভিন্ন সবজির ১৪ হাজার ৩১০টি প্রদর্শনী স্থাপন করবো। এতে কৃষকরা চাষাবাদে আরও উদ্বুদ্ধ হবেন।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, ‘গ্রীষ্মকালীন তরমুজ চাষ কম সময়ে অধিক লাভজনক। বাজারে দামও ভালো পাওয়া যায়। আমরা কৃষকদের এই জাতের তরমুজ চাষ করতে উদ্বুদ্ধ করছি। এতে অনেক বেকার ও শিক্ষিত যুবক তরমুজ চাষ করে ভালবান হবেন।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীর আমআছে উৎপাদন নিয়ে শঙ্কা, আকারে আশাবাদী চাষিরা
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বশেষ খবর
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প