X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

পেছন দিক থেকে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১২:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪৮

যশোরের মণিরামপুর উপজেলায় উদয় শংকর বিশ্বাস (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী মোড়ে মোটরসাইকেলে বাড়িতে ঢোকার সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন।

নিহত উদয় শংকর বিশ্বাস পাঁচাকড়ি গ্রামের রণজিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি বৈকালী সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে উদয় শংকর বিশ্বাস বাজার করতে টেকারঘাট বাজারে যান। সেখান থেকে তিনি নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক দিয়ে পাঁচাকড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ির সামনে বৈকালী মোড় থেকে কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার সময় সেখানে অবস্থান নেওয়া দুই ব্যক্তি পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথে তিনি মারা যান। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় চা দোকানি বাসুদেব চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি বৈকালী মোড়ে তার দোকানের সামনে এসে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। তারা দুইজনে চান খান। চায়ের দাম দিয়ে তারা দোকানের আশপাশে ঘোরাঘুরি করছিল। সকাল সাড়ে ৭টার দিকে উদয় শংকর বিশ্বাস বাজার থেকে ফিরছিলেন। ওই সময় তাকে পেছন দিক থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে আমরা সেখানে যেতে যেতে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, উদয়কে গুলি করে হত্যা করা হয়েছে। পেছন দিক থেকে তাকে গুলি করা হতে পারে। একটি গুলি তার শরীরে লেগেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার