X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিএনপিকে চিরতরে বয়কট করেছে দেশের মানুষ: এমপি কাজী নাবিল

যশোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ২১:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২২:৪৫

শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিএনপি কখনও দেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেছেন, ‘হাওয়া ভবনের নামে ছায়া সরকারের মাধ্যমে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল বিএনপি। তাদের কাছ থেকে দুর্নীতি ও সন্ত্রাস ছাড়া কখনও ভালো কিছু আশা করা যায় না। তাই তাদের চিরতরে বয়কট করেছে দেশের মানুষ।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে যশোর সদরের রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বিকালে খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন ও সন্ন্যাসী বটতলা থেকে দিলুর মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করেন তিনি। পরে ওই বিদ্যালয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়।

জঙ্গিবাদ ও গ্রেনেড হামলাকারীদের মিষ্টি কথায় কেউ ভুল করবেন না উল্লেখ করে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‌‘ক্ষমতার বাইরে থাকলে ওদের মুখ থেকে মধু ঝরে। আর ক্ষমতায় থাকলে গ্রেনেড হামলা চালায়, বোমা মেরে মানুষ হত্যার ষড়যন্ত্র করে। তারা এতিমের টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে।’

শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত সাধারণ মানুষজন

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আজফাল হোসেন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিক লীগের সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন প্রমুখ।

এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন