দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার রয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। ৬টি আসনে ৭৯৩টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৮ লাখ ১ হাজার ২ জন। এবার ভোটার বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৮০ জন।
খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনে এবার ভোটার ২ লাখ ৯০ হাজার ২৬৫ জন। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার ১১০টি ভোট কেন্দ্র এবং ৬৭০টি বুথে তারা ভোট দেবেন।
খুলনা-২ আসনে এবার ভোটার ৩ লাখ ২০ হাজার ২১৯ জন। খুলনা নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত এই আসনে ১৫৭টি ভোট কেন্দ্র এবং ৮৪৫টি বুথ রয়েছে।
খুলনা-৩ আসনে এবার ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭১০ জন। খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১১৬টি। এবার ভোট কক্ষ থাকবে ৬৩৩টি।
খুলনা-৪ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৫৫ হাজার ১৫৩ জন। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৩৩টি এবং ভোট কক্ষ রয়েছে ৮০৫টি।
খুলনা-৫ আসন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে ভোটার ৩ লাখ ৮৩ হাজার ২১৯ জন। ভোট কেন্দ্র ১৩৫টি এবং বুথ থাকবে ৮৪৫টি।
খুলনা-৬ আসন কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন। ভোট কেন্দ্র ১৪২টি। ভোট কক্ষ রয়েছে ৯২২টি।
এদিকে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। ৬টি আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ১৬ জনকে। খুলনা-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছেন বটিয়াঘাটা ও দাকোপের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা-২ আসনের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি), সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা এবং সদর থানা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।
খুলনা-৩ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দৌলতপুর ও দিঘলিয়া থানা নির্বাচন কর্মকর্তাসহ মোট ৩ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা; খুলনা-৪ আসনের জন্য রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা; খুলনা-৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জাহানাবাদ ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। খুলনা-৬ আসনে কয়রা ও পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।