X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সাকিব আল হাসানের বাড়িতে পুলিশের পাহারা

মাগুরা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ০০:৪২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন-এটি পুরনো খবর। নতুন সংবাদ হলো হঠাৎ সাকিবের মাগুরার কেশব মোড়ের বাড়ি ঘিরে টহল দিচ্ছে পুলিশ।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশকে পাহারা দিতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের কয়েকজন কর্মকর্তাকে সাকিবের বাড়ির সামনে দেখেছেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের একাধিক সদস্যকে বাড়ির আশপাশে টহল দিতে দেখেছেন তারা।  

মাশরুর রেজা বলেন, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  বাড়ির সামনে পুলিশকে পাহারারত অবস্থায় দেখেছি। কিন্তু কেন পুলিশ আমাদের বাড়ি পাহারা দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিচ্ছে, তা জানি না। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। এমনকি সাকিবও এ বিষয়ে আমাকে কিছু বলেনি।

এদিকে, সাকিবের বাড়িতে পুলিশের পাহারার বিষয় নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা। কেউ কেউ বলছেন, হয়তো তার মনোনয়ন পাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ায় বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাননি 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ। পুলিশের টহল দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিশেষ কোনও কারণে সাকিবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়নি। বাড়ির সামনে পুলিশ দেখা গেলে, তা নিয়মিত টহলের অংশ ছাড়া কিছুই নয়।

এ ব্যাপারে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, সাকিবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা, তা আমার জানা নেই। কী কারণে পুলিশ টহল দিচ্ছে, তাও জানি না। 

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়ক সাকিব মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

/এমএস/এএম/
সম্পর্কিত
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলা: শেষ হলো সাক্ষ্যগ্রহণ 
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলাসাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও ৩ পুলিশ
সর্বশেষ খবর
রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে সহপাঠীদের মহাসড়ক অবরোধ
বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে সহপাঠীদের মহাসড়ক অবরোধ
কেন পাকিস্তানের অপারেশনের নাম ‘বুনইয়ান-উন-মারসুস’
কেন পাকিস্তানের অপারেশনের নাম ‘বুনইয়ান-উন-মারসুস’
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ