X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নৌকার ভোট না করায় চেয়ারম্যানের কাছে লাঞ্ছনার শিকার নারী ইউপি সদস্য

মেহেরপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪২

মেহেরপুরে নৌকার পক্ষে প্রচারণা করতে না চাওয়ায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান সেলিম রেজা এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহিমা খাতুন সদর উপজেলার কুতুবপুর ইউপির ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটি ও মেহেরপুর সদর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার চেয়েছেন।

রহিমা খাতুন বলেন, ‘মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী দুবারের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে ভোট করতে মঙ্গলবার অনির্ধারিত সভার আয়োজন করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা। সেখানে ইউনিয়নের সব ইউপি সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত সব ইউপি সদস্যকে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে অঙ্গীকার চান তিনি। এ সময় আমি বলি নৌকার লোকজন আমাকে ডাকেন না। এজন্য আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের নির্বাচন করছি। তখন সেলিম উত্তেজিত হয়ে বলেন, আপনি ট্রাকের ভোট করছেন। আপনার ভাই গ্রামে ট্রাকের নির্বাচনি অফিস দিয়েছে। এসব বলে আমাকে গালিগালাজ শুরু করেন চেয়ারম্যান। এর প্রতিবাদ জানালে আমাকে লাঞ্ছিত করা হয়। সেইসঙ্গে অশ্লীল ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে বলেন, নৌকার পক্ষে ভোট না করলে আমাকে পরিষদে ঢুকতে দেবেন না। এরপর আমাকে সভা থেকে বের করে দেন। আমি জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। চেয়ারম্যানের আগে থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দিয়েছি।’

ওই সভায় উপস্থিত থাকা কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রাজন আলী বলেন, ‘নৌকার প্রচারণার কথা বলতে চেয়ারম্যান সব মেম্বারকে ডেকেছিলেন। এর মধ্যে রহিমা খাতুনকে চেয়ারম্যান জিজ্ঞেস করেন তিনি এবং তার ভাই নৌকার বিরুদ্ধে ট্রাক প্রতীকের অফিস করে নির্বাচন করছেন কেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান রহিমা খাতুনকে বলেন, ‘তুই আর ইউনিয়ন পরিষদে আসবি না, তুই পরিষদ থেকে বের হয়ে যা।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘এই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা খাতুনকে নৌকার পক্ষে থাকতে আহ্বান করা হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করে উত্তেজিত হয়ে সভা ছেড়ে চলে যান। এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

ইউপি চেয়ারম্যান সেলিম রেজা

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। এবার আওয়ামী লীগের সাবেক দুবারের সংসদ সদস্য আবদুল মান্নান দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি মনোনয়নবঞ্চিত হয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবদুল মান্নান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ইউপি সদস্য রহিমা খাতুন আবদুল মান্নানের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। ভোটের মাঠে আওয়ামী লীগের আরও এক সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। তার প্রতীক ঈগল। এর বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আবদুল হামিদ (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবুল জম (ছড়ি) এবং ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম (আম)।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা মহিলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন বলেন, ‘আমার এক নেত্রীকে ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ঘাড় ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিয়েছেন। এ ঘটনার বিচার চাই আমরা। বিচার না পেলে পরিষদ ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান (ছোট) বলেন, ‘এ ধরনের ঘটনা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করেছে। সেইসঙ্গে এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার কঠোর বিচার দাবি করছি।’

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান বলেন, ‘ইউপি সদস্য রহিমা খাতুনের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছি আমরা।’

সদর থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘ইউপি সদস্য রহিমা খাতুনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার