X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঘুষ না দেওয়ায় বন্ধ চিংড়ি চাষ, অভিযোগ নারী চাষিদের

মোংলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯

মোংলায় মৎস্য অফিসের মেরিন অফিসার হেলাল উদ্দিনের বিরুদ্ধে চিংড়ি চাষিদের কাছ থেকে উৎকোচ গ্রহণ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। দাবিকৃত কমিশন বাণিজ্যে সাড়া না দেওয়ায় সরকারি বরাদ্দের টাকা তুলতে পারছে না ক্লাস্টার নারী চিংড়ি চাষিরা। এতে মৌসুম শুরু হলেও চিংড়িঘের প্রস্তুতসহ রেণু সংগ্রহ করতে পারছেন না তারা। এ অবস্থায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

রবিবার (৪ ফেব্রুয়ারি) এমন অভিযোগ তুলে ধরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাইনমারী বাগদা চাষি ক্লাস্টার-১ গ্রুপের নারী সদস্যরা। বেলা ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাগদা চিংড়ি চাষি ক্লাস্টার-১ গ্রুপের সভাপতি জান্নাতুল ফেরদৌসী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০২৩ সালে সরকারিভাবে ২৫ জন নারী বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে তারা সফলভাবে মৎস্য চাষ করে আসেন। কিন্তু পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগে মাছের পোনা নষ্ট হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এসব নারীরা। এ অবস্থায় সরকারিভাবে মৎস্য চাষে তাদের জন্য বরাদ্দ হওয়া ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের টাকা চাইতে গেলে মেরিন অফিসার হেলাল উদ্দিন উড়ে এসে জুড়ে বসেন। চাষিদের জন্য ওই প্রকল্পের আওতায় চার লাখ টাকা অগ্রণী ব্যাংক মোংলা শাখায় জমা আছে।

এই টাকা ছাড় করাতে হেলাল উদ্দিন এক লাখ টাকা ঘুষ দাবি করে বসেন। চাহিদাকৃত ওই ঘুষের টাকা এখন পর্যন্ত না দেওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর অসহায় এসব নারী মৎস্য চাষিরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় মৌসুমের শুরুতে এখনও তারা ২৫টি চিংড়িঘেরে বাগদার রেণু ও পোনা ছাড়তে পারেননি।

মেরিন অফিসার হেলাল উদ্দিন (ফাইল ছবি)

এ ছাড়া মেরিন অফিসার হেলাল উদ্দিনকে ২০২৩ সালে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের ১২ লাখ অর্থছাড় করাতে প্রায় তিন লাখ ঘুষ দিয়েছেন বলেও নারী চাষিরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ বিষয়ে সদ্য যোগদান করা মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের কাছে অভিযোগ দিয়েও লাভ হয়নি বলেও জানান তারা।

অভিযুক্ত মেরিন অফিসার হেলাল উদ্দিন বলেন, ‘নারী চাষিরা তার বিরুদ্ধে মিথ্যা বলছেন।’ নিজেকে নির্দোষ দাবি করেই ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এ বিষয়ে জানতে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মেরিন অফিসার হেলাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বশেষ খবর
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
টি স্পোর্টসে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
টি স্পোর্টসে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই