X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নতুন কবর দেখে সন্দেহ, খুঁড়ে পাওয়া গেলো হিজড়ার লাশ

বেনাপোল প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ২০:২৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১:৩২

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে একটি নতুন কবর দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কবরটি খুঁড়ে পাওয়া গেলো রেশমা নামে এক হিজড়ার লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তর কাগজপুকুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে বেনাপোল উত্তর কাগজপুকুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের গ্রাম্য কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সকালে গ্রাম্য কবরস্থানে একটি নতুন কবর দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কবর খুঁড়ে লাশ উদ্ধার করে। পরে দেখা যায় লাশটি বেনাপোলের রাজবাড়ি গ্রামের রেশমার। তাকে দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কাজ করাতো সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। এই চক্রের সদস্যরা বিভিন্ন অবৈধ মালামাল বেনাপোল থেকে যশোরে পাচারের কাজে রেশমাকে ব্যবহার করতো। হয়তো তাদের সঙ্গে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে লাশ পুঁতে রাখা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘এটি হত্যাকাণ্ড। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এই হিজড়াকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।’ 

নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান বলেন, ‘প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ছয়-সাত জন জড়িত। তাদের আটকের চেষ্টা চলছে। এরপর নিশ্চিত হওয়া যাবে, কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী