কুষ্টিয়ার থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোরে শহরের কালীশংকরপুর এলাকার একটি বাসা থেকে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দেড় মাস আগে শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়কের এলাকার মৃত মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত। তাকে বাড়ি ভাড়া নিতে সহযোগিতা করেন স্থানীয় প্রবাসফেরত হেলাল নামের এক যুবক।
বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। ওপরের দোতলায় ছাত্রাবাস ছিল। মঙ্গলবার ভোরে হঠাৎ বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। এর কিছুক্ষণ পর দুই জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারেন, এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীরা। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।
ছাত্রাবাসের ইমন নামের এক শিক্ষার্থী বলেন, ভোরে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রাবাসে এসে আমাদের সবাইকে একত্রিত করেন। এরপর একটি কক্ষের ভেতরে রেখে আমাদের বলা হয়, অভিযান চলছে। এরপর নিচতলা থেকে দুই জনকে নিয়ে যায়।
ছাত্রাবাসে থাকা আরেক শিক্ষার্থী শাহিন আলম বলেন, আনুমানিক সময় ৫টা ২০ কি ৩০ মিনিটে হঠাৎ আমার রুমে এক ধরনের শব্দ হয়। দরজাটা খোলা মাত্রই দেখতে পাই, সেনাবাহিনীর কিছু সদস্য অভিযান চালাচ্ছে। প্রায় ৪০ মিনিট পরে আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখি, দুই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেনাবাহিনীর কিছু সদস্য ছিল তাদের মাধ্যমে শুনতে পাই, এখানে কুখ্যাত সন্ত্রাসীটা রয়েছে সেটি হল সুব্রত বাইন।