X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
বাগেরহাটে সংবাদ সম্মেলনে অভিযোগ

বিদ্রোহী সমর্থকদের তাণ্ডবে এলাকা ছাড়া আ.লীগ সমর্থক অর্ধশত পরিবার

বাগেরহাট প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১৯:৫৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২০:০২

শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নে নব নির্বাচিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সন্ত্রাসী তাণ্ডবে আওয়ামী লীগ সমর্থক অর্ধশতাধিক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থীর বোন রোকেয়া তালুকদার এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম নান্নার সঙ্গে বিএনপি-জামায়াতের সমর্থকরা এক হয়ে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও বেপরোয়া চাঁদাবাজী করেই চলেছে। প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ করা হলেও কোনও প্রতিকার পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন করেন, ‘সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমার ভাই মো. ইলিয়াস শেখ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে জয় লাভের বিপুল সম্ভবনা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এর বিদ্রোহী (বহিষ্কৃত) প্রার্থী রেজাউল ইসলাম নান্না ও তার প্রকাশ্য মদদদাতা প্রবীর রঞ্জন হালদার, বিএনপি নেতা মফিজুল হক এবং সাবেক পুলিশ সদস্য রুহুল আমিন শেখ এই চারজনের গভীর ষড়যন্ত্রে ভোটের আগে এবং ভোটের দিন নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত সরকারি লোকজনের রহস্যজনক ভূমিকার জন্য নৌকা মার্কার প্রার্থী পরজিত হন।
নির্বাচন পরবর্তী রাত থেকেই নান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নামে খ্যাত চাঞ্চল্যকর যুবলীগ নেতা গোলাম রসুল হত্যা মামলার অন্যতম আসামি ও যুবলীগ নেতা সেলিম শেখ বাবুল হত্যার মূল পরিকল্পনাকারী ফরিদ শেখ এর নেতৃত্বে সন্ত্রাসীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, হাতুরি, সাবলসহ ধারালো অস্ত্র নিয়ে ভ্যান, মোটরসাইকেল মিছিল করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।

২৩ মার্চ বিকালে তারা (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) নান্না শেখের নেতৃত্বে বৌলপুর বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অফিস তালাবদ্ধ করে দেয় এবং চিৎকার করে বলতে থাকে- নৌকায় যারা ভোট দিয়েছে তারা এই অফিসের ধারে কাছেও আসতে পারবে না। তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। আর আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার কারণে আমি আওয়ামী লীগকে এলাকা থেকে বহিষ্কার করলাম।’

তিনি জানান, নান্না বাহিনীর সদস্যরা এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেছে। মুদি দোকানদার মো. সুমন শেখ, কাঁচামাল ব্যবসায়ী মহসিন শেখ, বাবুল জমাদ্দার, উত্তম হালদার, মাস্টার সুভাস চন্দ্র বৈরাগী, মোস্তফা মীর, আলিম শেখ, দেবরঞ্জন সমাদ্দারসহ কয়েক’শ আওয়ামী সমর্থকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা দিতে না পেরে অনেকেই হামলার শিকার হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ করাই তাদের এখন কাল হয়েছে।

প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে হোগলাপাশা ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড