X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১৫ মাস পর হোসেনপুরে উপ-নির্বাচন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৫:২২আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৫:৩৫

4

আগামী ৬ মার্চ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পদটি শূন্য হওয়ার তিন মাসের (৯০দিন) মধ্যে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৫ মাস পর উপ-নির্বাচনটি করছে নির্বাচন কমিশন। এতদিন উপজেলা পরিষদের কাজকর্ম চলেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। দেরিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ থাকলেও সবাই এখন নির্বাচনমুখী।

নির্বাচন বিষয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, ‘পদ শূন্য হওয়ার তিন মাস পর যে নির্বাচন হওয়ার কথা ছিল, তা ১৫ মাস পর কেন হচ্ছে-এ বিষয়ে আমি বলতে পারবো না। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমার দায়িত্ব একটি ভালো নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্যে আমি কাজ করছি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও সমস্যা বা আচরণবিধি লঙ্ঘনের মতো কোনও ঘটনা ঘটেনি। এবার এক লাখ ৩১ হাজার ৪৬৯ জন ভোটার ভোট দেবেন।’

অন্যদিকে উপ-নির্বাচন উপলক্ষে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাটবাজার ও গ্রামগুলো। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে নির্বাচনি কার্যালয়। দিন রাত চলছে প্রার্থী ও সমর্থকদের দৌড়-ঝাঁপ। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন হাটবাজার, পাড়া-মহল্লা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। কিন্তু এবার অস্বস্তিতে আছেন সরকার দলীয় প্রার্থী। করাণ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল। তার প্রতীক আনারস। অন্যদিকে একক প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ)। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে নির্বাচন করে হেরেছিলেন।

3

এলাকা ঘুরে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল আওয়ামী লীগ প্রার্থীকে যথেষ্ট বেকাদায় ফেলেছে।

উপ-নির্বাচন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বললে সাহেদল গ্রামের আব্দুল মালেক ভূঁইয়া জানান, প্রতীক নয়, বরং সৎ ও যোগ্যপ্রার্থীকে ভোট দেবেন তারা। যাকে বিপদ আপদে কাছে পাওয়া যায়।

হোসেনপুর বাজারের ব্যবসায়ী মশিউর রহমান জানান, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন ভালও হয়নি। তাই ভোটের লড়াইয়ে দলটি পিছিয়ে আছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক বলেন, শুরুতে দলে যে দ্বিধা-বিভক্তি ছিল,  তা আর নেই। পুরো আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে জয়ী করতে একাট্টা হয়ে কাজ করছে। 

স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ সোহেল উপ-নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী জানিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হলে আমার বাবার অসমাপ্ত কাজগুলো আগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। তাছাড়া উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাসহ মাদক ও দুর্নীতিমুক্ত হোসেনপুর গড়ার ব্যাপারে কাজ করে যাব।’

আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূরু মিয়া দলে কোনো বিভাজন নেই দাবি করে বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী আমার কোনও ক্ষতি করতে পারবে না। কারণ ওই প্রার্থী প্রয়াত চেয়ারম্যানের ছেলে হলেও তিনি দলের কেউ নন। যদি তিনি আওয়ামী লীগের অনুসারী হতেন, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতেন। বাবার বন্ধুর বিরুদ্ধে প্রার্থী হতেন না। জয়ী হলে দল-মতের উর্ধ্বে উঠে আমি হোসেনপুরকে একটি জনবান্ধব মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’

অন্যদিকে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মবিন বলেন, ‘গত উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করে আমাকে হারানো হয়েছিল। এ উপ-নির্বাচন নতুন নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। আশা করি এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। আমি নির্বাচিত হলে, এলাকায় শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দিকে মনোযোগী হব।

/জেবি/

আরও পড়তে পারেন: জামালপুরে গণহত্যার স্মৃতিচিহ্নগুলো আজও অরক্ষিত!



 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড