X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় কমিটি পুনর্গঠনের সুপারিশ

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মে ২০১৭, ১৭:৫৩আপডেট : ১২ মে ২০১৭, ১৭:৫৬

ময়মনসিংহ ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে একই বিভাগের শিক্ষক প্রভাষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গঠিত তদন্ত কমিটি পুরর্গঠনের জন্য সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আগের তদন্ত কমিটি গঠিত না হওয়ায় প্রাথমিক রিপোর্টে কমিটি পুনর্গঠণের সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (১১ মে) প্রাথমিক তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক এএমএম শামসুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক এএমএম শামসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হাই কোর্টের আদেশ অনুযায়ী কোনও শিক্ষকের বিরুদ্ধে নৈতিক অবক্ষয়জনিত অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হলে সেই কমিটিতে শতকরা ৫০-৬০ শতাংশ সদস্য রাখতে হবে নারীদের। নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী অভিযোগ করেছে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় ৫ সদস্যের গঠিত তদন্ত কমিটিতে মাত্র একজন নারীকে রাখা হয়েছে। এটা কোনওভাবেই বিধি সম্মত না। নিরপেক্ষ তদন্ত করার জন্য বিধি অনুযায়ী কমিটি পুনর্গঠনের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই শিক্ষার্থী ত্রিশাল থানায় মামলা করার পর অভিযুক্ত শিক্ষক মিনহাজ উদ্দিন গ্রেফতার হয়েছেন। তিনি বর্তমানে জেলহাজতে আছেন। জেলহাজতে থাকার পরও ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও সাময়িকভাবে বরখাস্ত করেনি।
কমিটি পুনর্গঠন করার পর তদন্ত কার্যক্রম শুরু করার কথা জানান তদন্ত কমিটির প্রধান।

এদিকে তদন্ত কমিটির কার্যক্রম ধীর গতিতে চলার কারণে বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী। মামলার ঘটনায় গ্রেফতারের পর জেলহাজতে গেলেও ওই শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিকে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও আইনজীবী এএইচএম খালেকুজ্জামান জানান, ফৌজদারী মামলায় কোনও শিক্ষক-কর্মচারী জেলহাজতে গেলে তাকে কর্মরত প্রতিষ্ঠান সাময়িকভাবে বহিষ্কার করার কথা। তবে এই ক্ষেত্রে কেন তাকে বহিষ্কার করা হয়নি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, নির্যাতিত শিক্ষার্থীর মামলার ঘটনায় শিক্ষক মিনহাজ উদ্দিন জেলহাজতে গেছেন বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু এ বিষষে আদালতের কোনও চিঠি এখনও পাননি। আগামী রবিবার অফিস খোলার পর আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে নির্যাতিত ওই শিক্ষার্থী বিভাগীয় ডিন ও বিশ্ববিদ্যালযের উপাচার্য বরাবর শিক্ষক মিনহাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এবং ওইদিনই সে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক এএমএম শামসুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৩ মে ওই শিক্ষার্থী বাদী হয়ে ত্রিশাল থানায় শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। এ মামলায় গত ৭মে পুলিশ আসামি মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠান। এরই মধ্যে গত ৭ মে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় বাংলাদেশ
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় বাংলাদেশ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের