X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মহাসড়কের দুই পাশে অবৈধ স্ট্যান্ড, ঈদে তীব্র যানজটের আশঙ্কা ময়মনসিংহে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ জুন ২০১৭, ১২:০৭আপডেট : ২২ জুন ২০১৭, ১২:১২

মহাসড়কের দুই পাশে অবৈধ স্ট্যান্ড, ঈদে তীব্র যানজটের আশঙ্কা ময়মনসিংহে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের দুই পাশের দুই লেন দখল করে বিভিন্ন স্ট্যান্ড ও অবৈধভাবে যানবাহন পার্কিংসহ সড়কের ওপর বাজার বসার কারণে সারা বছরজুড়েই লেগে থাকে যানজট। অবৈধ বাজার ও স্ট্যান্ড উচ্ছেদ করা না হলে, এবার ঈদে ঘরমুখো মানুষ তীব্র যানজটের কবলে পড়ার আশঙ্কা করছেন যানাবাহন চালক ও যাত্রী সাধারণ।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের দুই লেন দখল করে মোড়ে মোড়ে গড়ে ওঠেছে বিভিন্ন স্ট্যান্ড। ময়মনসিংহের চরপাড়া মোড় থেকে শুরু হয়ে চুরখাই, বইলর, ত্রিশাল, ভরাডোবা, ভালুকা, সিডস্টোর, জৈনা বাজার হয়ে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের নানা জায়গাজুড়ে পার্কিং করে রাখা হচ্ছে বিভিন্ন যানবাহন। ফলে মহাসড়কের চারলেনের দুই লেন কমে যাওয়ায় এবারের ঈদে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
ঢাকা ময়মনসিংহ রুটের এনা পরিবহনের চালক রমজান আলী জানান, মহাসড়কের দুই পাশে সারিবদ্ধ করে গাড়ি পার্কিং করে রাখায় সড়কের বিভিন্ন পয়েন্টে সারা বছরই যানজট থাকে। দুই ঘণ্টার জায়গায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে গন্তব্যে পৌঁছাতে।
তিনি আরও জানান, পার্কিং করা যানবাহন সরানো না হলে এবার ঈদে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকনেতা ও স্ট্যান্ড সুপারভাইজার মিলন মিয়া জানান, সড়কের দুই পাশে বাজার ও স্ট্যান্ড গড়ে ওঠায় গত ঈদেও ব্যাপক যানজট হয়েছে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহে বাস আসতে সময় লেগেছে ১০ থেকে ১৫ ঘন্টা। এবারও প্রশাসন যদি দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেয় তবে একই রকম যানজটের আশঙ্কা রয়েছে।
কেবল চালকদেরই নয়, এমন শঙ্কার কথা বলছেন যাত্রীরাও। তারা বলছেন, সড়কের ওপর বাজার বসার কারণে নানা দুর্ঘটনাও ঘটতে পারে । ঈদের আগেই মহাসড়কের ওপর থেকে এসব অপসারণ করতে হবে।
বাসযাত্রী মলি আক্তার জানান, রাস্তার দুই ধারে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজটতো হচ্ছেই পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব স্ট্যান্ড ও বাজার উচ্ছেদ করা প্রয়োজন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওপর থ্রিহুইলার ওঠা নিষিদ্ধ করেছে সরকার। তারপরও স্থানীয় প্রশাসনের সামনেই অবাধে চলছে এসব যান।
যানবাহন রাখার জায়গা না থাকায় মহাসড়কের ওপর রাখতে হচ্ছে বলে দাবি অবৈধ স্ট্যান্ডের যানবাহন চালকদের।
ত্রিশালের মাহেন্দ্র চালক কামাল বলেন, আমাদের জন্য নির্দিষ্ট কোনও স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে গাড়ি দাড় করিয়ে রাখতে হয়।
পৌরসভায় ট্যাক্স দেওয়ার পরও স্ট্যান্ড নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চালক কামাল বলেন, এই যানবাহনের আয় দিয়েই তার সংসার চলে। গাড়ি চালাতে না পারলে আমরা খাবো কী।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি তদন্ত মোখলেছুর রহমান আকন্দ জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দে ঘরে ফেরা নিশ্চিত করতে তারা সব দিক থেকে প্রস্তুত। বৃহস্পতিবার থেকে মহাসড়কের অবৈধ বাজার ও স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!