X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম, সংসদ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ০৫:০৯আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৫:০৯

নেত্রকোনা নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের সভাপতি ছবি বিশ্বাসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি ওই কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ পদের প্রার্থী গৌতম কুমার মল্লিক বাদী হয়ে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন (মামলা নং-৬৭/২০১৭)।

মামলা দায়েরের পর আদালত তা আমলে নিয়ে প্রশ্নবিদ্ধ নিয়োগ কমিটিসহ নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ হবে না এই মর্মে অভিযুক্তদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আদালতে জবাব দাখিলের নির্দেশ দেন। পরে অভিযুক্তরা আদালতের নির্দিষ্ট সময়ের আগেই গত ১৬ জুলাই আদালতে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সব জবাব আদালতে দাখিল করেন। পরে ১৮ জুলাই জবাবে শুনানি শেষে মামলাটির নিম্ন আদালতে খারিজ করে দেওয়া হয়।

এ ঘটনায় নিম্ন আদালতে বাদীপক্ষ সঠিক বিচার না পাওয়া তারা ন্যায় সঙ্গত বিচারের জন্য গত ২০ জুলাই নেত্রকোনা জেলা জজ আদালতে নিম্ন আদালতে খারিজ করা মামলাটির ফের আপিল করেন। জেলা জজ আদালত দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চলমান নিয়োগ প্রক্রিয়া ও কমিটির বৈধতার বিষয়ে জানতে চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পদাধিকারবলে কলেজের গভর্নি বডির সভাপতিসহ ১৩ জনকে নোটিশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের বর্তমান নিয়োগে অধ্যক্ষ হিসেবে যোগদানের অপেক্ষমান থাকা ফারুক আহম্মেদ তালুকদার এর আগে উজেলার সুসং সরকারি কলেজের প্রভাষক (কম্পিউটার আইসিটি) শিক্ষক হিসেবে কলেজে তার সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিল করেন। পরে ওই কলেজের অডিট কমিটি যাচাই-বাছাই করে ২০১৪ সালের ১৫ জুন কলেজ অডিট কমিটি শিক্ষকদের যোগ্যতা মূল্যায়নে দাখিলকৃত ফারুক আহম্মেদের শিক্ষাগত যোগ্যতায় এ কম্পিউটার শিক্ষকের প্রভাষক পদে চাকরির কোনও যোগ্যতা নেই বলে আখ্যায়িত করেন।

মামলাতে আরও উল্লেখ্য করা হয়, যার কলেজে চাকরির করার যোগ্যতা নেই, সে কিভাবে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদের জন্য আবেদন করেন। যা এখন অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় মেয়াদউত্তীর্ণ শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির দিয়ে প্রিন্সিপাল পদে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন ফারুক তালুকদার। এছাড়াও নিয়োগ কমিটির অন্যতম সদস্য শিক্ষক প্রতিনিধি নুর আহমেদ তালুকদার হলেন অধ্যক্ষ পদের প্রার্থী ফারুক আহমেদ তালুকদার এর সহোদর।
মামলার বাদী ও অধ্যক্ষ পদে প্রার্থী গৌতম কুমার মল্লিক জানান, স্বজনপ্রীতি ও মোটা অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে অধ্যক্ষ পদে ফারুক আহমেদ তালুকদারকে নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য পারভীন আক্তার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ জানান, নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পরেই আমি দায়িত্ব নেই। এ বিষয়ে আমার কিছুই বলার নেই।

এ ব্যপারে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?