X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর ত্রিশালে র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১১:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১১:১৮

র‌্যাফেল ড্রয়ের উপহার সামগ্রী (ফাইল ফটো) ‘ত্রিশালে র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া’- এই শিরোনামে সোমবার (৪ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর মেলায় র‌্যাফেল ড্র বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাত থেকেই র‌্যাফেল ড্র বন্ধ করে দেওয়া হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। দেশীয় হস্তশিল্প মেলায় র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া বন্ধ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, ‘ত্রিশালে দেশীয় শিল্প মেলায় র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া চলছে, বাংলা ট্রিবিউনে এই সংবাদ প্রকাশের পর স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু জাফর রিপনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তদন্তে মেলায় র‌্যাফেল ড্রয়ের বিষয়টি সত্যতা পাওয়া যায়। পরে রাত থেকেই র‌্যাফেল ড্র বন্ধ করে দেওয়া হয়েছে।’
এদিকে র‌্যাফেল ড্র বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। ত্রিশাল নজরুল একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক মেসবাহ উদ্দিন বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলাকালীন দেশীয় হস্তশিল্প মেলায় র‌্যাফেল ড্রয়ের প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়েছিল। প্রশাসন এটা বন্ধ করে দেওয়ায় খুব ভালো হয়েছে।’ মেলায় র‌্যাফেল ড্রয়ের নামে ডিজিটাল জুয়া দেখতে মানুষের ভিড় (ফাইল ফটো)
ত্রিশাল বাজার ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, র‌্যাফেল ড্রয়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কে। মোটরবাইকসহ নানা পুরস্কার লাভের আশায় র‌্যাফেল ড্রয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক ও দিনমজুররাও টিকিট কেনায় আগ্রহী হয়ে উঠেছিল। প্রশাসন র‌্যাফেল ড্র বন্ধ করে দিয়ে খেটে খাওয়া মানুষদের রক্ষা করেছেন।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করেছিল আয়োজক কমিটি। রাতে র‌্যাফেল ড্র কার্যক্রম কিছুক্ষণ চলার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে টিকিট বিক্রিসহ মেলায় র‌্যাফেল ড্রয়ের কার্যক্রম বন্ধ থাকবে।’

দেশীয় হস্তশিল্প মেলার আয়োজক কমিটির প্রধান ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান জানান, জেলা প্রশাসনের নির্দেশে মেলায় চলা র‌্যাফেল ড্রয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজ থেকে র‌্যাফেল ড্রয়ের টিকেট বিক্রি করা হবে না।
তিনি আরও জানান, দেশীয় হস্তশিল্প মেলা ত্রিশালবাসীর জন্য বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ত্রিশাল পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নওদায় দেশীয় হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। এক মাসব্যাপী আয়োজিত এই মেলা গত ২৩ নভেম্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। অনুমোদন ছাড়াই মেলায় স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কে র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া চালানো হচ্ছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!