X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগে আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৯:২৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৯:৩৪

নেত্রকোনা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ তিন জনকে আটকের পর পুলিশে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে খালিয়াজুরী উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন ও  উপজেলার সমাজ সেবার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন। 

আটককৃতরা হলেন, খালিয়াজুরী সোনালী ব্যাংকের সিস্টেম অফিসার হারুণ অর রশিদ, ইউনিয়ন সমাজ কর্মী মামুন উদ্দিন ও সমাজ সেবার কারিগরি প্রশিক্ষক শহীদুল ইসলাম।

খালিয়াজুরী উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা ২ হাজার ৬৯৩ জন, বিধবা ভাতার সুবিধাভোগী ১ হাজার ৫২৬ জন ও প্রতিবন্ধি ভাতার আওয়ায় রয়েছে ৫১৯ জন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকার সুবিধাভোগী প্রত্যেক বয়স্ক ও বিধবাকে বছরে ৪ হাজার ৮শ’ টাকা ও প্রতিবন্ধিদের প্রত্যেককে ৬ হাজার টাকা করে দিয়েছে। এই উপজেলায় ৪ হাজার ৭৩৮ জন এ সুবিধার আওতায় আছে। কিন্তু অভিযুক্তরা ২০১৫ সালের জুন থেকে ২০১৭ সালের সেপ্টেস্বর পর্যন্ত চেক জালিয়াতিসহ নানা কৌশল অবলম্বন করে ১৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণিত হয়েছে। পরে জড়িতদের কাছ থেকে আত্মসাত করা টাকার মধ্য থেকে ১৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যপারে উপজেলার সমাজ সেবার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন বলেন,‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে  পুলিশি ব্যবস্থার নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় গণমাধ্যম কর্মী শফিকুল ইসলাম এর মাধ্যমে বিষয়টি জানাতে পারি। তাৎক্ষণিক জড়িতদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়াও ভুক্তভোগী ও উপকারভোগীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটির প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ ৩৭ হাজার টাকা, ইউনিয়ন সমাজ কর্মীর কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার টাকা ও প্রশিক্ষকের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকা তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জড়িতদের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশি হেফাজতে পাঠানোর হয়েছে। তাদের বিরুদ্ধে স্ব স্ব বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা শাওন হত্যার ঘটনায় পুলিশের মামলা

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?