X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৩ পদ শূন্য, ভোগান্তিতে রোগীরা

জামালপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ৩৩টি পদ রয়েছে। কিন্তু ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে মাত্র ১০ জন চিকিৎসক কর্মরত আছেন। যার মধ্যে চারজন প্রেষণে অন্যত্র চিকিৎসা দিচ্ছেন। আর বাকি ২৩ পদে নেই কোনও চিকিৎসক। অথচ উপজেলার পাঁচ লাখেরও বেশি মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। চিকিৎসক সংকটে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, যমুনা-ব্রহ্মপুত্র নদী বিধৌত ইসলামপুর উপজেলা একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। এরা সবাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। এছাড়া পাশের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের এক লাখেরও বেশি মানুষ চিকিৎসা নিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

জামালপুরের সিভিল সার্জন গৌতম রায় বাংলা ট্রিবিউনকে জানান, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি পদ রয়েছে। এই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে— চিনাডুলি, শ্যামপুর ও কুলকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্র। ৯টি ইউনিয়ন উপ-স্বাস্থ্যসহ হাসপাতালটিতে চিকিৎসকের ৩৩টি পদ রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১০ জন কর্মরত থাকলেও, চারজন ঢাকা, টাঙ্গাইল ও জামালপুরে প্রেষণে রয়েছেন। এই চারজন হলেন— ডা. আবু সালেহ মো. মহিউদ্দিন; তিনি ঢাকার মুগদা হাসপাতাল আছেন। ডা. সায়দাতুস সাবা, জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে, ডা. আরিফুল ইসলাম, টাঙ্গাইল মেডিক্যাল কলেজে এবং ডা. ফারজানা জামান মুনা, ঢাকার মুগদা হাসপাতালে আছেন। এই চারজনকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আদেশে পেষণে বদলি করা হয়েছে বলে জানান গৌতম রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সেটির দুটি অ্যাম্বুলেন্স থাকলেও একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া চিকিৎসক সংকটে পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটারটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এর ফলে রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সাইদুর রহমান, সাকিল আহাম্মেদ, জাবেদ আলী, শফিকুল ইসলাম ও আব্দুল করিম মিয়া জানান, হাসপাতালে এক্স-রে, ইসিজি করতে সরকারের নির্ধারিত ফির চেয়ে বেশি ফি রাখা হয়ে থাকে। দালালদের দৌরাত্ম, অপরিচ্ছন্নতা ও ডাক্তার সংকটের কারণে অনেক রোগী বিনা চিকিৎসায় ফিরে যান।

রোগী আব্দুল কাশেম মিয়া, ইয়াছিন সরকার, সবিতা বেগম, কামরুন্নাহার বিউটি ও শিল্পি বেগম জানান, হাসপাতালের পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটারে এক সময় সিজারসহ প্রতিদিন বিভিন্ন অপারেশন করা হতো। এতে দরিদ্র মানুষরা উপকার পেতেন। দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রাংশ অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে। একমাত্র আলট্রাসনোগ্রাম মেশিনটিও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শহীদুর রহমান জানান, ডাক্তার সংকটের কারণে হাসপাতাল চালানো সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘প্রেষণ বাতিলসহ শূন্য পদে ডাক্তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা