X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৩২ ঘণ্টা পর অপহৃত উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২১:৩৫আপডেট : ১২ জুন ২০১৯, ২২:১০

নেত্রকোনা নেত্রকোনায় মুক্তিপণ চাওয়ার ৩২ ঘণ্টা পর অপহৃত রুবেল মিয়াকে গাজীপুর চান্দিনা চৌরাস্তা থেকে উদ্ধার করেছে নেত্রকোনা পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক  করা হয়েছে। নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বুধবার দুপুর ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, রুবেল মিয়া সিঙ্গাপুর যাওয়ার জন্য ঢাকার একটি ট্রেনিং সেন্টারে তিন মাসের প্রশিক্ষণ নিচ্ছে। ঈদের ছুটি শেষে রবিবার বিকালে বাসযোগে ঢাকায় ফিরছিল। বাসের মধ্যেই অপহরণ চক্রের দুই মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারা তাকে ভাইয়ের মতো দেখতে বলে আলাপ-আলোচনার মাধ্যমে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। বাসটি সন্ধ্যায় গাজীপুর চান্দিনা চৌরাস্তায় পৌঁছালে তারা রুবেলকে তাদের বাসায় থাকার প্রস্তাব এবং পরদিন ঢাকায় যাওয়ার কথা বলে। পরে তাকে বাস থেকে নামিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে রুবেলকে নিয়ে গিয়ে আটকিয়ে মারধর করে তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা চাওয়ায় রুবেলের বাবা আব্দুল্লাহ সোমবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের সহযোগিতা চান। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম মুক্তিপণের টাকা নিয়ে মঙ্গলবার চান্দিনা চৌরাস্তায় পৌঁছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে।

পুলিশ সুপার জানান, আটকরা হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছয়আনী নামাপাড়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে পাবেল মিয়া (২৫) ও পাগলা উপজেলার ডিক্রীভূমি গ্রামের মৃত বুলবুল শেখের ছেলে সুজন উদ্দিন অপু (২৫)। পরে তাদের দেখানো মতো চৌরাস্তা ঈদগাহ্ মাঠের পাশে একটি বাসা থেকে রাত ৩টার দিকে অপহৃত রুবেল মিয়াকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের সঙ্গে জড়িত দুই মেয়ে পালিয়ে যায়।

নেত্রকোনার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ্ নূর-এ-আলম জানান, এ

ব্যাপারে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

রুবেল মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক আব্দুল্লাহর পুত্র।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ