X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯

নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৮) তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে এক যুবককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শিমুল আলমগীর (২৪)। সে পূর্বধলার বুধি এলাকার বাসিন্দা ও পেশায় ভ্যানচালক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বধলা সদর ইউনিয়নের ওই মেয়েটি এবার উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অংশ নেয়। বখাটে শিমুল আলমগীর দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়েটি রাজি না হওয়ায় সে বিয়ের প্রস্তাব দেয়। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানিয়ে দিলে শিমুল আলমগীর তার ওপর ক্ষিপ্ত হয়। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে শিমুল আলমগীর ও তার সহযোগীরা ওই মেয়েটিকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। তাকে পিকআপ ভ্যানে করে রাজধানীর উত্তরা এলাকায় একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরদিন নরসিংদী শহরের একটি বাসায় নিয়ে জোর করে মেয়েটির টিপসই নিয়ে বিয়ে করে।

এ ঘটনায় গত মঙ্গলবার রাত আটটার দিকে মেয়েটির বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত শিমুলকে শ্যামগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে ও মেয়েটিকে উদ্ধার করে। পরে মেয়েটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহীদুর রহমান বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর পর অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে