X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাস্তায় পাওয়া গেলো এসএসসির ৫০ উত্তরপত্র

জামালপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৩

জিডির কপি জামালপুর শহরে চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের একটি বান্ডিল কুড়িয়ে পেয়েছেন জয়নাল আবেদিন নামের একজন সিএনজি অটোরিকশাচালক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উত্তরপত্রগুলো তিনি সদর থানায় জমা দিয়েছেন। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শহরের ভোকেশনাল মোড়ে উত্তরপত্রের বান্ডিলটি পাওয়া যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, ‘অটোচালক জয়নাল পাওয়ার পর নিশ্চিত হন এগুলো এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের উত্তরপত্র। তিনি শিক্ষার্থীদের বিপদের কথা চিন্তা করে খাতাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। সহযোগিতা নেন আবু সাঈদ বাচ্চু নামে আরেক চালকের। তারা মঙ্গলবার থানায় খাতাগুলো জমা দিতে আসেন। আমরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিই। পরে তারা সাংবাদিকের সহায়তায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করেন। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান রাতেই জামালপুর সার্কিট হাউজে তাদের ডেকে নিয়ে উত্তরপত্রগুলো দেখেন। তিনি চালক বাচ্চুকে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করে খাতাগুলো সেখানে জমা দিতে বলেন। অবশেষে এ প্রক্রিয়ায় উত্তরপত্রগুলো থানায় জমা হয়।’

ওসি আরও বলেন, ‘একটি জিডি করে উত্তরপত্রের বান্ডিলটি থানা হেফাজতে রাখা হয়েছে। উত্তরপত্রগুলো হারিয়ে গেলে ৫০ জন পরীক্ষার্থীর খুবই ক্ষতি হতো। সিএনজিচালক বিষয়টির গুরুত্ব বুঝে থানায় ছুটে আসেন।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ