X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্যই ড. কামাল দু’বার সংসদ সদস্য হয়েছিলেন: কৃষিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০

জামালপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন লাথি মেরে এই সরকারের পতন ঘটাতে চান; অথচ বঙ্গবন্ধুর জন্যই তিনি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের কল্যাণে চরাঞ্চলের মানুষ উন্নত জীবন যাপন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি-জামায়াত ২০১৫ সালে ১৫০ জন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নির্মমতা- নিষ্ঠুরতা দেশের মানুষ আগে কোনোদিন দেখেনি। দুর্নীতির মালায় খালেদা জিয়া এখন জেল খাটছেন, আর শেখ হাসিনা গণভবনে বসে দেশ শাসন করছেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই তারা এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে বিশ্ববাসী আজ বিস্মিত। আগে বাংলাদেশে তিন হাজার ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হলেও বর্তমানে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে।’
জনসভায় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক আসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, এমপি আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি প্রমুখ।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।


 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী