X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

টাকা না দেওয়ায় সদ্যপ্রসূত সন্তান বিক্রি করলেন বাবা!

শেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০০:৪৯

মায়ের কোলে শিশু সন্তান প্রসবের সময় হাসপাতালের বিলের টাকা স্ত্রীর কাছে দাবি করে না পেয়ে সন্তান বিক্রি করেছেন পাষণ্ড বাবা। এই ঘটনায় শিশুর মা আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে বিক্রি করা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শেরপুরের সদর উপজেলার সাপমারি এলাকায় এই ঘটনা ঘটে। শিশুর বাবা সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সাপমারী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুলতান

দুই স্ত্রী থাকার পরও দুই বছর আগে গাজীপুর জেলার মাওনা এলাকার আব্দুল আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। গত ২৫ জুলাই শেরপুর জেলা হাসপাতালে সিজারের মাধ্যমে সুমার ছেলে হয়। সিজারের জন্য স্বামী সুলতান ২২ হাজার টাকা খরচ করে। পরে সিজারের টাকা স্ত্রী সুমার কাছে দাবি করেন, টাকা না দিলে বাচ্চা বিক্রি করে দেবেন বলে হুমকি দেন। পরে কানাশাখোলা এলাকার কাপতুল মণ্ডলের ছেলে শফিকের কাছে ওই শিশুকে ৯১ হাজার টাকায় বিক্রি করে সে। যদিও শফিকের দাবি সে শিশুটিকে কিনে নয় বরং তার সন্তান না থাকায় লালন পালন করতে দত্তক নিয়েছিল।

খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে শিশুটির মা সুমা আক্তার তার সন্তানের খোঁজে শফিকের বাড়ি যায়। এসময় শফিক শিশুটি তার বাসায় নেই বলে সুমাকে চলে যেতে বলে। পরে তিনি স্থানীয় কানাশাখোলা বাজারে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে সুমাকে এবং তার বিক্রি করা সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শিশু সন্তানটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুর বাবা সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এনএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?