X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সরকার দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করবে: নৌ প্রতিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ২০:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:২৮

ব্রহ্মপুত্র নদের খনন কাজ উদ্ভোধনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বর্তমান সরকার দেশে দশ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শেরপুরের ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকায় জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ উদ্ভোধনকালে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পলি পড়ে যে সব নদীপথ বন্ধ হয়ে গেছে সেই নদীগুলো খনন করে নদীপথ সৃষ্টি করতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার নির্বাচনী অঙ্গীকার। আর সেই ধারাবাহিকতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের এই প্রকল্পটি উদ্ভোধন করা হলো। দেশে আগামী দিনে কিভাবে নদীমাতৃক বদ্বীপ স্থায়ী হবে তার জন্য প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান দিয়েছেন। এই বদ্বীপ পরিকল্পনাই হচ্ছে নদী ব্যবস্থাপনা। নদী খননের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এখন নদীগুলোর খনন কাজ শুরু হয়েছে। খনন কাজ শেষ হলে পণ্যবাহী নৌযান সহজেই চলাচল করতে পারবে। কৃষকরা নদী থেকে পানি নিয়ে সেচ কাজে ব্যবহার করতে পারবেন এবং মৎস্য খাতেও অসামান্য অবদান রাখবে। তাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক, প্রতিমন্ত্রীর সফরসঙ্গী লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, সাবেক নৌ সচিব এসডিএফ চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভাটিপাড়া চর পর্যন্ত ১৮ কিলোমিটার নৌপথ। ১শ’ ৬৯ কোটি ২২ লাখ ১৪ হাজার ১০ টাকা ব্যয়ে এ পথটি খনন করা হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স, আনোয়ার খান মডার্ন ড্রেজিং করপোরেশন ও ওয়েস্টারর্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ