X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাতের আঁধারে সাব-রেজিস্ট্রার অফিস তছনছ

জামালপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৭:১৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:১৩

জামালপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস, এজলাস কক্ষ, রেকর্ডরুম ও খাস কামরায় চুরি, আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মার্চ) গভীররাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের রেজিস্ট্রি কমপ্লেক্স ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সদর সাব রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা জামালপুর সদর সাব রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন জানান, জেলা রেজিস্ট্রার অফিসের দোতলা ভবনের নিচতলায় জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিস। সোমবার রাতে সদর সাব রেজিস্ট্রারের এজলাসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে এজলাস, অফিসকক্ষ ও খাস কামরার ১৯টি আলমারি ও ৩০টি লকারের তালা ভেঙে ফেলে। এসময় গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করা হয়।

তিনি বলেন, কি কি চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু গোছানোর পর জানা যাবে, কোন কোন দলিল চুরি হয়েছে। সোমবার ১৪০টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তবে কোনও নগদ অর্থ এই চার কক্ষে না থাকায় এমন কিছু খোয়া যায়নি।

এছাড়া রেকর্ডরুমের তালা ভেঙে অনেক রেকর্ড তছনছ করা হয়েছে। তবে কোনোকিছু খোয়া গেছে কিনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

মো. মাহবুব হোসেন ইসলামপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করলেও সপ্তাহে মঙ্গলবার ও বুধবার এই দুইদিন জামালপুর সদর সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

সাব-রেজিস্ট্রার অফিস মো. মাহবুব হোসেন বলেন, নৈশপ্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জামালপুর সদর থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশকে জানানো হয়েছে। রাতে রুহুল আমিন নামে একজন নৈশপ্রহরী ভবনের বাইরে দায়িত্ব পালন করে, সে গত সোমবার রাতে অফিসে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে, তবে গতরাতে সে আদৌ ছিল কিনা তা জানি না। নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সব সাব রেজিস্ট্রি অফিস সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য তিন মাস আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। এই বরাদ্দ পেলেই সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, সদর সাব রেজিস্ট্রি অফিসের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করবে কর্তৃপক্ষ। আর নৈশপ্রহরী রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে।

এদিকে সদর সাব রেজিস্ট্রি অফিসের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এবং সরকারি দফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত