X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট ও গুপ্তঘাতক’

জামালপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট ও গুপ্তঘাতক। বাংলাদেশ ও দেশের মাটিকে কোনোদিন বিশ্বাস করেননি জিয়া ও খালেদা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় খুনি জিয়ার স্মৃতি জাদুঘর থাকবে না। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত জাদুঘর জিয়ার নামে থাকতে পারে না। তাই চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসে জিয়ার নামে চলা জাদুঘর সরিয়ে ফেলা হবে। ওই ভবনকে পুনরায় সার্কিট হাউস করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে ধ্বংস করতে হবে। বিএনপি এখন ইতিহাসের ডাস্টবিন ও ময়লার টিন। এই ডাস্টবিন নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। খালেদা জিয়ার চক্রান্ত এখনও অব্যাহত আছে। কোনও খুনিকে দেশের রাজনীতিতে হালাল হতে দেবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস আছে। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অনেক উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে সেটি প্রমাণ করেছেন।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যার মূল মদদদাতা, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে।

পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক বাবু নারায়ণ চন্দ্র পাল রানা।

এতে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল ও পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বশেষ খবর
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?