X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আন্দোলন, মেডিক্যালের ১০ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ২১:৫৯আপডেট : ০৫ মার্চ ২০২২, ২২:২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধানের বিরুদ্ধে তোলা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগটি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তদন্তের পর এই অভিযোগকে কাল্পনিক উল্লেখ করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ডিসিপ্লিনারি কমিটি।

শনিবার (৫ মার্চ) দিনভর মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভা শেষে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে কলেজ কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে। আজ থেকেই বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার তাইয়্যেবা তানজিলা মির্জা বাংলা ট্রিবিউনকে জানান, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে শিক্ষার্থীদের একটি গ্রুপ আন্দোলন করেছিল। তদন্তে প্রমাণিত হয়েছে, এটা মিথ্যা এবং সম্পূর্ণ সাজানো নাটক।

কলেজের একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানান, শনিবার সকালে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর কলেজের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের সভা বসে। সভায় কলেজের ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে গত ২৩ ফেব্রুয়ারি সার্জারি বিভাগের প্রধানের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে কথিত এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও সমাবেশ করে। ওই শিক্ষককে সামাজিকভাবে হেনস্তার ঘটনায় ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে।

২৩ ফেব্রুয়ারি শিক্ষকের অপসারণ দাবিতে হওয়া মানববন্ধন

এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছরের জন্য বহিষ্কারসহ এ সময়ে হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এম-৫৫ ব্যাচের ফায়াদুর রহমান আকাশ ও বিডিএস-৬ এর তামান্না তাসকিনকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার ও একই সময়ে হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে সাত জনকে। তারা হলেন- এম-৫৬ ব্যাচের সুনীতি কুমার দাস, এম-৫৪ ব্যাচের সানবীম খান, একই ব্যাচের মাহিদুল হক ও তানভীন হাসান, এম-৫৫ ব্যাচের কাশফী তাবরীজ, রাজু কর্মকার ও সাখাওয়াত হোসেন সিফাত। মুচলেকার শর্তে সতর্ক করা হয়েছে আট শিক্ষার্থীকে। তারা হলেন- এম ৫৮ ব্যাচের মাহমুদুজ্জামান, সোহরাব হোসেন, নাজমুজ সাকিব, রিজভী আল নাহিয়ান, জিম রহমান, সাকিব খান শাওন এবং বিডিএসের জেরিন তাসনিম ও জিহাদুল হক।

ওই শিক্ষকের বিরুদ্ধে কথিত যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদ ও দোষীদের শনাক্তসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন করে গত ২৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামেন কলেজ শিক্ষকসহ ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনা তদন্তে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তাইয়্যেবা তানজিলা মির্জাকে প্রধান করে প্রথমে তিন সদস্যের ও পরে আরও দুইজনে যুক্ত করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। শনিবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে দোষীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

যদিও একই দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে মানববন্ধন ও সমাবেশ হয়েছে সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। তদন্তে অনেকে অধরা রয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

/এফআর/
সম্পর্কিত
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় বিক্ষোভের ডাক, হরতাল-অবরোধের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’