X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নিভৃতেই জামালপুরে যাতায়াত মুরাদ হাসানের

বিশ্বজিৎ দেব, জামালপুর
১০ মার্চ ২০২২, ২১:০৬আপডেট : ১০ মার্চ ২০২২, ২১:৫৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানোর পর থেকেই ডা. মুরাদ হাসান অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। এরপর থেকে নিভৃতেই নিজ নির্বাচনি এলাকায় যাতায়াত করছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই এমপি। তবে প্রতিমন্ত্রী ও দলীয় পদ হারানোর পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও তার দূরত্ব বেড়েছে।

একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় ‘জনপ্রিয়’ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মুরাদ হাসান। তবে বর্তমানে সরিষাবাড়ীর মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন বলে জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দূরত্ব বেড়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও। তবে ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুরাদের যোগাযোগ ও সুসম্পর্ক আছে বলে জানান এলাকাবাসী।

সরিষাবাড়ীর বেশ কয়েকজন বাসিন্দা জানান, মুরাদ হাসান সংসদ সদস্য পদে বহাল থাকায় শুধু এলাকার সরকারি অনুষ্ঠানগুলোতে উপস্থিত হচ্ছেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র উপস্থিত থাকলেও তাদের সঙ্গে খুব একটা ‘কথা হয় না’। আওয়ামী লীগের কোনও অনুষ্ঠানে তাকে দেখাই যায় না। তবে এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন- মসজিদ, মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে, সরকারি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন, হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সাহায্য-সহযোগিতার কার্যক্রমে সরব উপস্থিতি রয়েছে তার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুরাদ হাসান

জানা গেছে, মুরাদ ঢাকা থেকে সরাসরি সড়ক পথে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এসে পৈতৃক বাড়িতে অবস্থান করেন। প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ফেরেন। সরিষাবাড়ীতে অবস্থানের সময় উপজেলা আওয়ামী লীগ অফিসেও যাতায়াত করেন না।

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তাকে নিয়ে এখনও ক্ষোভ বিরাজমান। তাদের প্রত্যাশা, বিতর্কিত এই ব্যক্তি যেন আর কখনও সরিষাবাড়ীর মাটিতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারেন। তাদের মতে, মুরাদের ইস্যুতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তার নেতিবাচক কর্মকাণ্ডে সরকারকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও মন্তব্য করতে রাজি হননি তিনি।

নিভৃতেই জামালপুরে যাতায়াত মুরাদ হাসানের

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘যেহেতু ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের কোনও পদে বা দলে নেই, তাই আমাদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তার বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ‘সরকারি সফরে মুরাদ নিজ এলাকায় এলেও বাড়ি থেকে খুব একটা বের হন না। এখানে আসার পর মায়ের সঙ্গেই ৭/৮ দিন অবস্থান করে আবারও ঢাকায় ফেরেন।’ আগে তার আচার-ব্যবহার যেমন ছিল, এখন অনেকটা নমনীয় হয়েছে বলে দাবি করেন তিনি।

সার্বিক বিষয়ে জানতে ডা. মুরাদ হাসানের মোবাইল নম্বরে কল করলেও বন্ধ পাওয়া যায়। তার ব্যক্তিগত সহকারী জাহিদ নাইমের মোবাইল নম্বরে কল করলেও কেটে দেন।

নিভৃতেই জামালপুরে যাতায়াত মুরাদ হাসানের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গত বছরের নভেম্বরে সমালোচিত হন মুরাদ হাসান। ওই সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফোনালাপের আরেকটি অডিও ফাঁস হয়। সেখানে এক চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর গত ৭ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। দলীয় পদও কেড়ে নেওয়া হয়।

৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। কিন্তু কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। ফেরার পথে দুবাই ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন মুরাদ। শেষ পর্যন্ত ১১ ডিসেম্বর ফেরেন দেশে। এরপর নিভৃতেই চলাফেরা করছেন ডা. মুরাদ হাসান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
সর্বশেষ খবর
বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত
বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে