X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

এবারও ‘কালো মানিককে’ বিক্রি না করে বিপাকে সুমন

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৩:২০আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৩:২২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলোচিত ৫০ মণ ওজনের গরু ‘কালো মানিক’ এবারও বিক্রি হয়নি। গত দুই ঈদে বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন গরুটির মালিক উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের খামারি জাকির হোসেন সুমন।

ঈদুল আজহার আগে গ্রামের বাড়িতে কালো মানিকের দাম ২০ লাখ টাকা ওঠে। কিন্তু ঢাকার গাবতলী পশুহাটে নিয়ে যাওয়ার পর দাম নেমে আসে ১৭ লাখে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে বাড়িতে নিয়ে আসেন সুমন। এদিকে গরুটি লালন-পালনে প্রতিদিন এক হাজার টাকা খরচ হয়। গরুর খাবার খরচ জোগাতে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সুমন জানান, ছয় বছর আগে স্থানীয় হাট থেকে ৭৫ হাজার টাকায় গরুটি কিনে আনেন। অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে ষাঁড়টিকে বড় করে তোলেন। শখ করে নাম দেন ‘কালো মানিক’। রুটি বিদেশি জাতের হলেও সম্পূর্ণ দেশি পদ্ধতিতে খড়, খৈল, ভুসি, ভুট্টা ও ঘাস খাইয়ে বড় করেছেন। এসব খাবার খাওয়াতে প্রতিদিন খরচ পড়ে এক হাজার টাকা। এই হিসাবে কালো মানিকের পেছনে প্রতি মাসে খরচ আছে ৩০ হাজার টাকা। 

তিনি বলেন, ‘ঈদের বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতেই কালো মানিকের দাম উঠেছিল ২০ লাখ টাকা। আরও দাম বেশি হবে—এই আশায় ঈদের আগ মুহূর্তে ঢাকার গাবতলীর হাটে নিয়ে যাই। কিন্তু সেখানে দাম ওঠে ১৭ লাখ। দাম নেমে যাওয়ায় আবার বাড়িতে ফিরিয়ে আনি। এখন কালো মানিককে লালন-পালনের পেছনে একজন কর্মচারী সময় নিয়োজিত থাকে। সেই সঙ্গে খাবার খরচ তো রয়েছে। সবমিলে দুশ্চিন্তায় রয়েছি।’

উল্লেখ্য, ২০২১ সালেও ‘কালো মানিককে’ ঢাকার উত্তরা ও আজিমপুর কোরবানির হাটে তোলেন সুমন। এ সময় গরুটির ওজন ছিল ৩৭ মণ। হাটে সর্বোচ্চ সাড়ে ১১ লাখ টাকার দাম উঠেছিল। কিন্তু সুমনের চাহিদা ছিল ২০ লাখ টাকার মতো। সেবারও বিক্রি করতে না পেরে ফিরিয়ে আনেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে সিন্ডিকেটের কৌশলে চামড়ার দরপতননির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
চট্টগ্রাম বিভাগে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে পৌনে ৮ লাখ চামড়া
কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে ডিএনসিসি’র ব্যাখ্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে