X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাসের জানালা দিয়ে ছুড়ে ফেলা হয় ওই নারীকে

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৮ জুন ২০২৩, ১৯:১০

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ পোশাকশ্রমিক ওই নারীকে বাসের জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল ওই নারী নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিয়েছিলেন। পরে আটক তিন জনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাসের জানালা দিয়ে ফেলে দেওয়া হয়।’

রবিবার (১৮ জুন) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত নারীর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস করতেন। সেখান থেকে মাওনার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ওসি আরও জানান, ওই দিন রাতেই বাসচালক রাকিব মিয়া (২১), হেলপার আনন্দ দাস (১৯) ও আরিফ মিয়াকে (২১) আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

 

আরও পড়ুন: ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ বাস থেকে ফেলে দেওয়া সেই নারীর মৃত্যু

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর সঙ্গে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেনের কথা হয়। ভিকটিমের বরাত দিয়ে ওসি জানান, গত ১৬ জুন রাত ৯টার দিকে ছুটির পর গাজীপুরের মাওনা থেকে একটি বাসে করে ভালুকায় আসছিলেন ওই পোশাককর্মী। পথে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে তিনি একা হয়ে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে চালক ও হেলপার তাকে চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে পালিয়ে যায়। এতে ওই নারী মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ওসি জানান, হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

/আরআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?