X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিষেও থামছে না ইঁদুর, সাবাড় করছে আমন ধান

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৯ অক্টোবর ২০২৩, ০৮:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০০

‘বিষ দিয়েও ইঁদুরকে থামানো যাচ্ছে না। প্রতি রাতেই ইঁদুর এসে আমন ধান কেটে সাবাড় করে দিচ্ছে। ধান কাটার কারণে ওই ধান শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। এভাবে ইঁদুরে ধান কেটে ফেললে যে টাকা খরচ করে আবাদ করেছি তা উঠবে না। আমাদের চাষিদের পরতে হবে ক্ষতির মুখে।’

কথাগুলো বলছিলেন ময়মনসিংহ সদরের গোপালনগর গ্রামের চাষি মোজাম্মেল হক। তিনি আরও জানান, দিনের বেলায় ইঁদুর জঙ্গলে এবং গাছে উঠে যায়। রাত হলেই নেমে আসে ধানক্ষেতে। ক্ষেতের কচি ডগা কেটে ফেলে রেখে চলে যায়। এভাবে দীর্ঘদিন ধরে ধান কেটে ফেলছে। কীটনাশক বিষ দেওয়াসহ নানান ধরনের উদ্যোগ নিয়েও কোন কাজে আসছে না।

একই এলাকার চাষি সাইফুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে ১৪৮ শতক জমিতে ধানের আবাদ করেছি। আবাদ করতে গিয়ে বীজতলা তৈরি, ক্ষেত চাষ দেওয়া, সার, সেচ, শ্রমিকদের মজুরিসহ প্রায় ৫০ হাজার টাকা খরচ পড়েছে। আগামী এক মাসের মধ্যেই ধান ঘরে তোলার কথা। কিন্তু এর মধ্যে ইঁদুরে ধানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে। কীটনাশক বিষ দিয়েও ইঁদুরকে থামানো যাচ্ছে না। ইঁদুর যে হারে ধান গাছ নষ্ট করছে তাতে করে আশানুরূপ ধানের ফলন পাওয়া যাবে না। আর ফলন ভালো না হলে খরচ উঠবে না। পরে সংসার চালাতে কষ্টের মধ্যে পড়তে হবে।’

পাড়াইল গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘মৌসুমের মাঝামাঝিতে পোকার আক্রমণ শুরু হয়েছিল, কীটনাশক দিয়ে তা দমন করা গেছে। এখন ধানক্ষেতে ইঁদুর এসে গাছ কেটে নষ্ট করায় চাষিরা বিপাকে পড়েছেন। তবে এ বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ কাজে আসছে না।’

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, চলতি মৌসুমে জেলায় দুই লাখ ৬৮ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইঁদুরের ধান গাছ কেটে ফেলার খবর অনেক চাষি জানিয়েছেন। ইঁদুর থেকে ধান গাছ রক্ষার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
গোপালগঞ্জে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ কাটা উৎসব
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল