X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী আয়োজনে নৌকার পক্ষে গণজাগরণ

ময়মনসিংহ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ১৯:২৫আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৯:২৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ইউনিয়ন ইউনিয়নে নারী সমাবেশের আয়োজন শুরু করেছেন। এরকম ব্যতিক্রমী উদ্যোগের কারণে গফরগাঁওয়ে নৌকার পক্ষে গণজাগরণ শুরু হয়েছে। সমাবেশে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারায় খুশি তৃণমূলের নারীরা।

বুধবার গফরগাঁওয়ের দত্তের বাজার ইউনিয়ন পরিষদ মাঠে নারী সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল উপস্থিত ছিলেন। ওই সমাবেশে কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন। সমাবেশে নারীরা তাদের প্রাত্যহিক জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন।

নারী সমাবেশ সম্পর্কে দত্তের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুকসানা বেগম জানান, এ ধরনের নারী সমাবেশ এর আগে কখনোই আয়োজন করা হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী করতেই এরকম আয়োজন। সমাবেশে নারীরা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। তাদের মনের কথা বলতে পারায় নিজেরা খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে নারীরা আগ্রহী হয়ে উঠবে এমনটাই জানান তিনি।

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, গফরগাঁও আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্যেই নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশগুলোতে নারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। তারা তাদের সমস্যার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছেন। নির্বাচনের আগে সব ইউনিয়নে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

বৈঠকে উপস্থিত নারী ভোটার

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারই প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে ইউনিয়নে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনে নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সমাবেশে একদিকে সরকারে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে, অন্যদিকে নারীরাও তাদের সমস্যার কথা খোলামেলাভাবে বলতে পারছেন। সমাবেশগুলো সম্পূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যাপক হারে নারীদের যাওয়ার ব্যাপারে আগ্রহী করতেই এ ধরনের আয়োজন।’

তিনি আরও জানান, গফরগাঁওয়ের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। উপজেলার জনসাধারণ বারবার প্রমাণ করেছে এই আসন আওয়ামী লীগের ঘাঁটি। আগামীতেও তারা নৌকার পক্ষে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনবে।

গফরগাঁওয়ের দত্তের বাজার এলাকার নারী ভোটার কুলসুম বেগম (৬৫) বলেন, ‘আমার এ জীবনে অনেক ভোট আইছে আবার গেছে। কিন্তু কোনও দিন কোনও রাজনৈতিক দলের নেতারা নারীদের নিয়ে সমাবেশ করেনি। এবারই প্রথম আওয়ামী লীগ আমাদের মতো নারীদের নিয়ে সমাবেশ করেছে। এ সমাবেশের মাধ্যমে আমাদের নারী সমাজকে যেমন সম্মানিত করেছে তেমনি মর্যাদা দিয়েছে। সমাবেশে আমরা আমাদের সুখ-দুঃখের কথা বলতে পেরেছি। এর আগে কোনও দিন এই সুযোগ হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ