ময়মনসিংহের ভালুকায় ভাবিকে কাঁচি দিয়ে গলা কেটে ও বীর মুক্তিযোদ্ধাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও চার জন। নিহতরা হলেন- পাঁচগাও গ্রামের হাফেজা আক্তার (৫২) ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫)। এর মধ্যে হাফেজা ওই যুবকের আপন ভাবি।
খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো. সাইদুল মিয়া (৪০)। সে পাঁচগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ সময় সাইদুলের হামলায় একই গ্রামের আবদুস সামাদ (৩৫), সাকিম মিয়া (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) ও সাইদুলের মামি জেবুন নাহার (৫০) আহত হন। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর সাইদুল মিয়া ছোটবেলায় মানসিক ভারসাম্যহীন হলেও চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। কিন্তু কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে প্রায়ই পাগলামি করতো। কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত পাগলামি শুরু করায় বাড়িতে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘরের জানালা ভেঙে বের হয়। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পর বাড়ির কাছে নিজের বড় ভাই শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তারকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর বাড়ির উঠানে ধান মাপার কাজ করার সময় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলীকে কোদাল দিয়ে কোপ দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ সময় তার হামলায় একই গ্রামের আবদুস সামাদ, সাকিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার ও সাইদুলের মামি জেবুন নাহার আহত হন। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এলাকা থেকে অভিযুক্ত সাইদুল মিয়াকে আটক করে থানায় নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও কোদাল জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক সাইদুল মিয়া মাদকাসক্ত হয়ে পাগলামি করতো। দুই-তিন ধরে বেশি পাগলামি করায় তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। কিন্তু আজ ঘরের জানালা ভেঙে বের হয়ে দুটি হত্যাকাণ্ড ঘটায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সাইদুল মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।’