X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০১৬, ১১:১৪আপডেট : ২০ মে ২০১৬, ২১:০৭

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনাস্থল এবার কুষ্টিয়া সদরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের বটতল শিশির মাঠ এলাকায় তাকে হত্যা হরা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। চিকিৎসকের নাম সানোয়ার হোসেন(৩৫)। এছাড়া এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বলে জানা গেছে। নিহত সানোয়ার হোসেন কুষ্টিয়া শহরের পুর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কারা ও কেন এই হামলা চালিয়েছে সে বিষয়েও তিনি কোনও ধারণা দিতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার পলয় চিশিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সানোয়ার হোসেন ও সাইফুজ্জামান মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা শহরের অদূরে বিআরবি ক্যাবল কারখানার পাশে বটতৈল বাজার সংলগ্ন শিশির মাঠ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক সানোয়ার রহমানের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এসময় সাইফুজ্জামানকে আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা বলেন, ইবি শিক্ষক সাইফুজ্জামানের জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

/এএইচ/
আরও খবর পড়ুন-
কুষ্টিয়া কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র নিহত






সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামের কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেফতার ৩
চট্টগ্রামের কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এবি পার্টি
৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এবি পার্টি
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান
বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার ফ্রেঞ্চ ওপেনে শুভ সূচনা
বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার ফ্রেঞ্চ ওপেনে শুভ সূচনা
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি