X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ১৩:৩২আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৬:৪৫

ট্রলার ডুবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবিতে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। তবে স্থানীয়দের দাবি এ ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীবোঝাই করে ওই ট্রলারটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এটি ডুবে যায়। ট্রলারটি নদীর তীর ঘেঁষেই যাচ্ছিল তাই হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। বেশিরভাগ যাত্রীই সাঁতার কেটে তীরে উঠতে পেরেছেন। তবে ট্রলারে থাকা বৃদ্ধ ও শিশুরা সাঁতরাতে না পারায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 

এ ঘটনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। শুরুতে প্রশাসনের তদারকিতে স্থানীয়রাই উদ্ধার তৎপরতায় অংশ নিলেও বিকাল চারটার দিকে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।

আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এই এলাকাতেই ট্রলারটি ডুবে যায়

নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা হলেন, বেলাবো উপজেলার দেওয়ানের চরের মালদার নেসা (৮০), কুদ্দুছ মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৬), বারৈচা গ্রামের সুন্দর আলীর মেয়ে জেরিন বেগম (৭), মিলন মিয়ার মেয়ে মার্জিয়া বেগম (৩), মালা খাতুন (৭০), রফিকুল ইসলামের ছেলে রাকিব মিয়া (১৩), আফতাব উদ্দিন মিয়ার ছেলে সম্রাট (৪), রবিউল এর মেয়ে সুমাইয়া (৩), মিয়ার উদ্দিনের স্ত্রী ফুলেছা বেগম (৬০)।

জেলা প্রশাসক জানান, মরদেহগুলো বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। মৃতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা ও ২০ কেজি চাল দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, দুটি ট্রলারে করে প্রায় ১৫০ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার গনিশাহ মাজার জিয়ারতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে একটি ট্রলার রায়পুরার জঙ্গিশিবপুর বাজার এলাকায় ডুবে যায়। এসময় বেশিরভাগ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। স্থানীয়রা কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।

এদিকে বিকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। অন্যদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ঘটনাস্থলের পাশের বেলাবো-মনোহরদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ট্রলারডুবিতে বেলাবো এলাকার বেশ কয়েকজনের মৃত্যু হয়।

/এনএস/এসটি/টিএন/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক