X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২০:১২আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:২৪

গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

নিহতের নাম সোলাইমান মোল্লা ওরফে সোলমান (৫৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামের মৃত হাসিম উদ্দিন হাসুর ছেলে।

গাজীপুর

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের ফালাইনা মিয়ার টেকে শুক্রবার বিকেলে জুয়ার আসর চলছিল। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হকের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ জুয়ার আসর থেকে তিনজনকে আটক করলেও পালাতে গিয়ে অপর দুইজন পার্শ্ববর্তী নাওয়ানের বিলে ঝাঁপ দেয়। এ ঘটনার পর একজন সাঁতরে পাড়ে উঠে এলেও অপর ব্যক্তি সোলাইমান নিখোঁজ হন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বজনরা তার সন্ধান পাননি। পরদিন শনিবার স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে ওই বিলের পানিতে সোলাইমানের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়দের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, ওই টেকে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ মারা যায়নি। পালাতে গিয়ে কেউ পানিতে ঝাঁপ দিয়েছে কিনা তা জানা নেই। তবে নিহতের স্ত্রী পুলিশকে জানায়, শুক্রবার বিলে মাছ ধরতে গিয়ে সোলাইমান নিখোঁজ হয়। পরদিন বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পানিতে পড়ে সে মারা গেছে।

অপরদিকে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হক ওই টেকে পুলিশের অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু