সিলেটে সুইডেন প্রবাসীর নববিবাহিতা অবহৃত স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি মেডিক্যালের ছাত্রী। আর এ অপহরণের ঘটনায় ছাত্রীর কথিত প্রেমিকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ ও তার দুই চাচাতো ভাই।
সোমবার ভোরে হযরত শাহপরান (র.) মাজার এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। ভিকটিমসহ আটক ব্যক্তিদের বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানা হেফাজতে রাখা হয়েছে।
এসএমপি’র সদর দক্ষিণের এডিসি জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে জানান, গত ৭ আগস্ট সিলেট নগরীর দক্ষিণ সুরমার নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী ও নগরীর উপশহরের বাসিন্দা তাহসিনা ইসলামের সঙ্গে পারিবারিকভাবে সুইডেন প্রবাসী রিফাতের বিয়ে হয়। বিয়ের পর গত রবিবার সন্ধ্যায় তারা এমসি কলেজ মাঠে বেড়াতে যায়। সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার কয়েকজন দুষ্কৃতকারী তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় নববধূর স্বামী রিফাত সামান্য আহত হন। পরে অভিযোগ পেয়ে প্রবাসীর স্ত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। প্রেমিক জাহেদের মোবাইলের কললিস্টের সূত্র ধরে রবিবার দিবাগত রাত সাড়ে তিনটায় হযরত শাহপরান (র.) মাজারের সম্মুখে একটি হোটেল থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে জাহেদের দুই চাচাতো ভাইকেও আটক করা হয়।
তিনি আরও জানান, রিফাত মাত্র তিন সপ্তাহের ছুটি নিয়ে সম্প্রতি দেশে আসেন। গত ৭ আগস্ট তাদের বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূকে অপহরণের ঘটনা ঘটে।
/এসএনএইচ/