X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চবি’র আরবি বিভাগের ৩১ শিক্ষার্থী নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো
১৮ আগস্ট ২০১৬, ০৩:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৩:৩৪

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের ৩১ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অনুপস্থিত হয়েছেন শিক্ষা কার্যক্রম থেকে। এদের বেশির ভাগই দশদিনের বেশি অনুপস্থিত রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ৩১ শিক্ষার্থীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে  জানে না। এছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকা ১৮ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছেন বলে তাদের ঝরে পড়াদের তালিকায় উল্লেখ করেছে প্রশাসন। বুধবার আরবি বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
গুলশান হামলার মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মারজান চবির একই বিভাগের শিক্ষার্থী ছিল। তার নিখোঁজের পরপরই এই তালিকা প্রস্তুত করা হয়।
অধ্যাপক ড. ইসমাইল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১০ দিনের বেশি অনুপস্থিত ছাত্রদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা উঠে আসে ৪৯ জনের নাম। এদের মধ্যে ১৫ থেকে ১৮ জন ঝড়ে পড়া শিক্ষার্থী রয়েছে।’
তালিকায় থাকা ৪৯ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ঝরে পড়ার কথা জানিয়েছে প্রশাসন। কিন্তু বাকি ৩১ জনের অনুপস্থিতির কোনও ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন।
ইসমাইল চৌধুরী আরও বলেন, ‘প্রথমবর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অনুপস্থিত ছাত্রদের তালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. কামরুল হুদার কাছে দেওয়া হয়েছে।’

তালিকার বিষয়ে অধ্যাপক ইসমাইল জানান, ‘আমারা প্রশাসনকে শিক্ষার্থীদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি। তারা খোঁজ নিয়ে আসলেই কারা নিখোঁজ রয়েছেন তা বের করবে। এরপর তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। দ্রুত এই তালিকা প্রস্তুত করায় আমার শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারিনি।’

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরবি বিভাগের প্রধানকে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা বুধবারের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।

নুরুল ইসলাম ওরফে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিল। সে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল। এরপর থেকেই শিক্ষা কার্যক্রমে মারজান অনুপস্থিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুসারে মারজান পুনরায় ভর্তি না হওয়ায় তার ছাত্রত্ব বাতিল করা হয়।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭ বা ৮টি বিভাগ গত ৪ আগস্টে প্রকাশিত অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে ব্যর্থ হয়। তাই ওই তালিকায় নিখোঁজ ছয় জনের মধ্যে মারজান ছিল না।’

তবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্টের নিখোঁজ তালিকায় মারজানের নাম ছিল না, কারণ আরবি বিভাগ ওই সময় তাদের তালিকা জমা দেয়নি।

তালিকা জমা দেওয়ার সর্বশেষ অবস্থা জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

  /এনএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা