X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৪ কর্মীসহ ৫ জনের মৃত্যু, আহত শতাধিক

ফরিদপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ১৫:৫৫আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:১০

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের জুবাইদা করিম জুট মিল

ফরিদপুরে একটি শক্তিশালী টর্নেডোর আঘাতে জুবাইদা করিম নামের একটি জুটমিল ধসে কমপক্ষে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও শতাধিক শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও মিলের বাইরে টর্নেডোর আঘাতে গাছ চাপা পড়ে আরেক ব্যক্তি মারা যান।

জানা গেছে, ফরিদপুরের সদর উপজেলার গেরতা ইউনিয়নের বাকুন্ডা এলাকায় দুপুর সোয়া একটার দিকে টর্নেডোটি আঘাত করে। এর আঘাতে ওই এলাকার জুবাইদা করিম জুট মিল লিমিটেডের নতুন টিনশেড ভবনটির অর্ধেকেরও বেশি উড়ে যায় এবং টিনের আঘাতে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

টর্নেডোর আঘাতে মারা যাওয়া শ্রমিকরা হচ্ছেন নগরকান্দার উপজেলার তালিমা ইউনিয়নের মালতী রানী সরকার (৪৫), ফরিদপুর সদর উপজেলার বীরেন চন্দ্র বাড়ৈ (৪০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আজমাতা গ্রামের হজরত আলী (৫৩) ও আকাশ (২২)। ফরিদপুর সদর হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও টর্নেডোতে গাছ উপড়ে আবুল হোসেন নামে আরেক ব্যক্তি মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে। ওই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পূর্ণ হিসাব নিকাশ না করে বলা সম্ভব নয়।

স্থানীয়রা জানান, প্রায় ১০ একর জমির ওপরে অবস্থিত জুট মিলটির ওপর টর্নেডোর আঘাত করায় এর ৫০ ভাগ টিনশেড উড়ে গিয়ে শ্রমিকদের ওপরে পড়ে। এ সময় টিনের আঘাতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরেক শ্রমিক মারা যায়। গুরুতর আহত আরও শতাধিক শ্রমিককে ফরিদপুর হাসপাতাল ও আশেপাশের ক্লিনিকগুলোতে নেওয়া হয়েছে। এ সময় জুট মিলের আশেপাশের এলাকাগুলোতেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয় ও প্রচুর গাছপালা বিধ্বস্ত হয়। 

টর্নেডেতে সড়কের ওপরে গাছপালা উপড়ে পড়ে

ঘটনাস্থলে যাওয়া ফরিদপুর রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার কাজী আসাদুজ্জামান বলেন, কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এদের মধ্যে টর্নোডের আঘাতে শতাধিক শ্রমিক আহত হন। তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাবের একধিক দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। 

জেলা প্রশাসক সরদার শরাফত আলী বাংলা ট্রিবিউনকে জানান, ‘টর্নেডোটি জেলার কিছু অংশে আঘাত হানে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুবাইদা করিম জুট মিলটি। সেখানে টর্নেডোর আঘাতে টিনশেড বিধ্বস্ত হয়ে ৪ জন শ্রমিক মারা যাওয়ার খবর জেনেছি। এরই মধ্যে আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম টর্নেডোর আঘাতে মোট ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

/টিএন/

আরও পড়ুন: বসুন্ধরার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৯টি ইউনিট

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ