X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় জরাজীর্ণ অর্ধশত ভবনে ঝুঁকি নিয়েই বসবাস

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৩

কুষ্টিয়ায় জরাজীর্ণ ভবন কুষ্টিয়ায় শত বছরেরও বেশি সময়ের পুরনো, জরাজীর্ণ ও পরিত্যক্ত প্রায় অর্ধশত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন মানুষ। সরকার পরিত্যক্ত এসব ভবন বেসরকারি মালিকানায় বিক্রির সিদ্ধান্ত নিলেও আমলাতান্ত্রিক জটিলতায় এগুলো বিক্রি বা হস্তান্তর হচ্ছে না। ফলে পরিত্যক্ত এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছে বহু পরিবার। এছাড়া  ভবনগুলোতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের অফিসও রয়েছে। যে কোনও মুহূর্তে জরাজীর্ণ এসব ভবন ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবন ও বাড়ির সংখ্যা মোট ৫০৭টি। এর মধ্যে ৭২টি রয়েছে শহরের ভেতরে। আর ৪৩৫টি ভবন রয়েছে শহরের হাউজিং এস্টেট এলাকায়। এসব ভবন ও বাড়ির মধ্যে অন্তত ৫২টি মারাত্মক ঝুঁকিপূর্ণ। তা যে কোনও সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়ায় জরাজীর্ণ ভবন

এদিকে পরিত্যক্ত ভবনগুলো থেকে বসবাসকারীদের সরিয়ে নেওয়াসহ এ বিষয়ে জোরালো কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। জানা যায়, কুষ্টিয়া গণপূর্ত বিভাগের অধীন শহর ও হাউজিং এস্টেট এলাকার ২৫৫টি পরিত্যক্ত বাড়ির মূল্য পরিশোধ ও ৭২টি বাড়ির মূল্য ২০% ডাউন পেমেন্ট দিয়েও অনেক গ্রাহক কয়েক বছর যাবত আমলাতান্ত্রিক জটিলতায় তাদের বাড়ি বুঝে পাননি।

গণপূর্ত বিভাগের তথ্যানুযায়ী, কুষ্টিয়া শহরে ৭২টি এবং হাউজিং এস্টেট এলাকায় ৪৩৫টিসহ সর্বমোট পরিত্যক্ত ঘোষিত ভবন ও বাড়ি রয়েছে ৫০৭টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে অন্তত ৪২টি।

সরেজমিন দেখা যায়, এসব ভবন ও বাড়ির বেশির ভাগেই ফাটল দেখা দিয়েছে, ছাদের প্লাস্টার খসে পড়ছে। শিলিংজুড়ে স্যাঁতস্যাঁতে অবস্থা। আগাছা জন্মেছে যেখানে-সেখানে। কোথাও কোথাও ইটের আস্তরণ খসে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বসবাসের অনুপযোগী এসব ভবনে পরিবার-পরিজনসহ মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেক পরিবার। কুষ্টিয়ায় জরাজীর্ণ ভবন

বসবাস ছাড়াও অনেক ভবনে রয়েছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের অফিস। এছাড়াও গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান। শহরের আমলাপাড়ায় অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর ভবন, আমলাপাড়ার এনএসআই অফিস ও টালিপাড়ার মুক্তি নারী পুনর্বাসন কেন্দ্রের ভবনটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া রয়েছে কমিউনিস্ট পার্টির অফিস ও আমলাপাড়া স্পোর্টিং ক্লাব। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও এসব ভবন অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বড় বাজারের মেছুয়া বাজারে পিয়ার খান আব্দুস সাত্তারের তিন তলা পরিত্যক্ত বাড়িটি একেবারে ভগ্নদশা। নিচতলার দোকানদাররা জানান, ‘আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই ভবনে ব্যবসা পরিচালনা করে আসছি। ভবনটি ভেঙে নতুন করে গড়ার জন্য বড় বাজার দোকান মলিক কল্যাণ সমিতির সভাপতির নেতৃত্বে এর আগে দোকানদারদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে অ্যাবানডেন্ট প্রোপার্টি কমিটির প্রধান জেলা প্রশাসক বরাবর ভবনটি ভেঙে নতুন করে গড়বার আহ্বান জানিয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে আজ পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’

শহরের থানাপাড়া এলাকায় ২৬/১ আরএন সরকার রোডে অবস্থিত নেছার আহম্মেদের পরিত্যক্ত বাড়িটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। শহরের আড়ুয়াপাড়া এলাকার পিসি রায় রোডের কসাইর পরিত্যক্ত বাড়িটিরও একই অবস্থা।

এ ব্যাপারে গণপূর্ত বিভগের অ্যাবানডেন্ট প্রোপার্টি দেখাশোনা ও ভাড়া আদায় শাখার একটি সূত্র জানায়, আগে ৫২টি পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ছিল। পরে কিছু ভেঙে ফেলায় বর্তমানে এর সংখ্যা দঁড়িয়েছে ৪২টিতে। এ ব্যাপারে গণপূর্ত অধিদফতরের অ্যাবানডেন্ট প্রোপার্টির ভাড়া আদায়কারী আব্দুর রশিদ শিকদার জানান, ‘এ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণে অনেক টাকার প্রয়োজন।’

আরও পড়ুন- 

সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের

/এফএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে