X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ২০:৪৬আপডেট : ০২ মে ২০২৪, ২০:৪৬

সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৪-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

২০২৪ সালের র‌্যাংকিংয়ে ৩১টি অঞ্চলের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বছর এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ের ১২তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তালিকার ৩০১ থেকে ৩৫০ নম্বর র‌্যাংকিংয়ের মধ্যে অবস্থান করছে।

তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং চতুর্থ অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এগুলো তালিকার ৩৫১ থেকে ৪০০ নম্বর র‌্যাংকিংয়ের মধ্যে অবস্থানে রয়েছে এ দুটি বিশ্ববিদ্যালয়।

পঞ্চম অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ষষ্ট অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সপ্তম অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ তিনটি বিশ্ববিদ্যালয়  তালিকার ৪০১-৫০০ নম্বর র‌্যাংকিংয়ের মধ্যে  অবস্থানে রয়েছে।

আর অষ্টম অবস্থানে খুলনা বিশ্ববিদ্যালয় ও নবম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয় তালিকার ৫০১-৬০০ র‌্যাংকিংয়ের মধ্যে রয়েছে। 

বৃহস্পতিবার (২ মে) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের র‌্যাংকিংয়ে ৩১টি অঞ্চলের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বছর এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ১২তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেয়েছে এনএসইউ।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যাপক ইসলাম জানান, যে কোনও প্রতিষ্ঠানের উন্নতি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে এনএসইউ সর্বদা চেষ্টা করে চলছে। এই অর্জন ধরে রাখতে আমরা গবেষণায় আরও কাজ করার উদ্যোগ নেবো। আমি বিশ্বাস করি এনএসইউ উচ্চশিক্ষায় শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
বাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
খুলনা অঞ্চলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাববাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প