X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আশুলিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন, দগ্ধ ২০

সাভার প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৮:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:১৬





অগ্নিকাণ্ড আশুলিয়ায় একটি দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে ২০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ হয়েছেন পাঁচজন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে আশুলিয়া, সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। গুরুতর দগ্ধরা হলেন- সোনিয়া, আফরোজা, হাফিজা, সিমু ও হালিমা।
কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকাল ৪টার দিকে হঠাৎ করে ওই কারখানার ভেতরে ধোয়া দেখতে পায় তারা। এসময় অগ্নিকাণ্ডের খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে আগুনে দগ্ধ হয় ২০ শ্রমিক। তাদেরকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ আশপাশেরর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, উত্তরাসহ ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয়। কারখানাটিতে দিয়াশলাই তৈরির একাধিক ক্যামিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ব্যপারে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামারাই , সাভার , উত্তরা , মিরপুর হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারখানাটির ভেতরে দিয়াশলাই তৈরির ক্যামিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক