X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, মামলা নেয়নি থানা

সাভার প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ২১:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২১:১৩

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, মামলা নেয়নি থানা সাভারে সংবাদ সংগ্রহ করতে এসে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার এক স্টাফ রিপোর্টারে মোটরসাইকেল চুরির হয়েছে। এ ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আগামী ডিসেম্বর মাসে তিনি মামলা দেওয়ার জন্য অনুরোধ জানায়।

স্টাফ রিপোর্টার আদিল সাখাওয়াত জানান, ২২ নভেম্বর মঙ্গলাবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামক একটি দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ও তার সহকর্মী ঘটনাস্থলের দুটি মোটরসাইকেল নিয়ে সংবাদ সংগ্রহের জন্য ছুটে যান। এসময় তারা জিরাবো-বিশমাইল সড়কের পাশে ফায়ার সার্ভিসের গাড়ির পেছনে মোটরসাইকেল দুটি রেখে ঘটনাস্থলে যায়। সংবাদ সংগ্রহ শেষে প্রায় পাচ ঘন্টা পর রাত ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেয় আদিল সাখাওয়াত। এসময় ওই সড়কে রেখে যাওয়া  স্থানে গাড়ি খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। ওই দিন রাতে আশুলিয়া থানার ওসি মোটারসইকেল উদ্ধারে কিছুটা তৎপর হতে দেখা যায়। তবে ঘটনার পরদিন সকালে আদিল সাখাওয়াত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করতে গেলে (ওসি) মোটরসাইকেল উদ্ধারের আশ্বাস দিয়ে মামলা না নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলেন।

আদিল সাখাওয়াত আরও বলেন, ‘মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করেন। এর পর ছয় দিন থানার বার বার ঘুরেও তিনি মামলা করাতে ব্যার্থ হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্য থাকার পরও মোটরসাইকেল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘নভেম্বর মাসে আশুলিয়া থানায় মামলার পরিমান বেশি হয়ে গেছে। এ কারণেই ওই সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলাটি আগামী মাসের প্রথম দিনে নেওয়া হবে।

এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?