X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল রসরাজের জামিন শুনানি, আদালতে পৌঁছেছে ফরেনসিক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৫

রসরাজ দাস ফেইসবুকে ধর্ম অবমাননার ঘটনায় নাসিরনগরের হরিপুর গ্রামের গ্রেফতারকৃত রসরাজ দাসের জামিন শুনানি আগামীকাল মঙ্গলবার জেলা জজ আদালতে হওয়ার কথা রয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে ডিজিটাল ফরেনসিক রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া বলেন, জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে রিপোর্টে কী রয়েছে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।



অ্যাডভোকেট নাসির মিয়া জানান, ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, ফরেনসিক রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ইতিপূর্বে হরিপুর বাজারের আল আমিন সাইবার পয়েন্ট- এর মালিক জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে জব্দকৃত কম্পিউটার ঢাকায় ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কাবা শরিফ অবমাননার ছবিটা জব্দকৃত জাহাঙ্গীর আলমের কম্পিটারে সংরক্ষণ এবং এডিট করা হয়েছে। এর কিছুক্ষণ পরে তা আবার মুছে ফেলা হয়েছে। 
রসরাজের ফেইসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে কিনা জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, এখনও  এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ফরেনসিক বিভাগ। তবে এ ব্যাপারে আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের রসরাজ দাসের ফেসইবুক থেকে কাবা শরিফ অবমাননার অভিযোগ এনে পরদিন (৩০ অক্টোবর) নাসিরনগর সদরে পৃথক দুটি সভা আহ্বান করে আহলে সুন্নাতুল জামাত এবং খাঁটি আহলে সুন্নাতুল জামাত নামে দুটি ইসলামি সংগঠন। এই সমাবেশ থেকে একদল লোক লাঠিসোটা এবং ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে নাসিরনগর উপজেলা সদেরর বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায়। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় মোট আটটি মামলা হয়। পুলিশ এখন পর্যন্ত ১০৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন:
নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যানের সহকারীসহ আটক ২

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!