X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘সাত খুনের বিচার হয়, তনু হত্যায় কেন নয়?’

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
২১ জানুয়ারি ২০১৭, ১০:১০আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১০:১০

তনুর বাবা ইয়ার আলী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় খুনিদের বিচার হতে পারে, তনু হত্যার বিচার কেন হচ্ছে না। তনুর হত্যাকারীরা কি আরও বেশি শক্তিশালী?’

তনু হত্যাকাণ্ডের ১০ মাস হয়ে গেলেও হত্যা রহস্যের কোনও কূল কিনারা না হওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ইয়ার হোসেন। শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বাংলা ট্রিবিউনকে ফোনে ইয়ার হোসেন জানান, ‘এখন একটি ওয়াজ মাহফিলে এসেছি। আমার মেয়ে হত্যার বিচারের কোনও সম্ভাবনাই দেখছি না। হত্যাকারীদের বিচারের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি।’

তনুর হত্যাকারীরা ১০ মাসেও ধরা-ছোঁয়ার বাইরে। তদন্তকারী সংস্থা একাধিকবার পরিবর্তন হলেও হত্যার রহস্য উদঘাটন করা যায়নি। ঘাতকদের শনাক্ত করা কিংবা মামলার তদন্তে দৃশ্যমান কোনও অগ্রগতিও নেই। মামলার অগ্রগতি নিয়েও কথা বলতে চায় না সিআইডি। সোহাগী জাহান তনু

তনুর পরিবারের সূত্র জানায়, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি জঙ্গল থেকে তনুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবি’র পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় কুমিল্লা সিআইডি।

গত বছরের মে মাসে তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিন জন পুরুষের শুক্রানু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল সিআইডি। এদিকে দীর্ঘ ১০ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে না পারা, সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, দুই দফা ময়নাতদন্তের পরও প্রতিবেদনে মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করতে না পারা, এমনকি ডিএনএ পরীক্ষায় তিন জন পুরষের শুক্রানু পেলেও এ পর্যন্ত ডিএনএ ম্যাচ করে ঘাতকদের শনাক্ত করতে না পারায় এ মামলার ভবিষ্যৎ কিংবা বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘মামলার তদন্ত চলছে, তদন্তনাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।’

/এফএস/ 

আরও পড়ুন- 


সাবধান! চলন্ত ট্রেনে যাত্রীবেশে বেপরোয়া ছিনতাইকারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে