X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে কোনও সংলাপ নয়: হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ২২:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২২:৩২

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ যে দল খুনিদের লালন-পালন করে সে দলের সঙ্গে কোনও সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোনও সংলাপ নয়। কারণ খালেদা জিয়া খুনি। তার স্বামী জিয়াউর রহমানও একজন খুনি। ক্ষমতার জন্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করেছেন জিয়াউর রহমান। খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিলেন।’ শনিবার বিকেলে শহরের মহিলা কলেজ প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে গত ৮ বছরে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। বিশ্ব নেতারা বাংলাদেশকে উন্নয়নের জন্য মডেল হিসেবে দেখছেন। আমরা এখন আর পিছিয়ে নেই।’ তিনি বলেন, ‘নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছি। বর্তমানে দেশে খাদ্যে ঘাটতি নেই। দেশে এখন ১ হাজার ৫০০ মেঘা ওয়াট  বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আশা করি ২০২১ সালে আমাদের ৩০ হাজার মেঘাওয়াট  বিদ্যুৎ উৎপাদিত হবে।’

সারাদেশে ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘এ খাতে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।’ তিনি বলেন,  ‘আমরা শিক্ষা ক্ষেত্রেও এগিয়ে আছি। বছরের জানুয়ারি মাসের শুরুতে ধনী-গরিব সবি ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই পৌঁছিয়ে দিচ্ছে সরকার।’

দেশের জনগণের  মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩২ ডলারে দাঁড়িয়েছে বলে জানান হানিফ। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য বিশ্ব দরবার থেকে পুরস্কার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও বিএনপি নেত্রী নির্বাচন বানচালের নামে দেশকে অবরুদ্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন। আগুন সন্ত্রাসের নামে ২৩১ জনকে হত্যা ও ২ হাজার লোককে পঙ্গু করে দেওয়া হয়েছিল। উন্নয়নের নেত্রী আর সন্ত্রাসের নেত্রীর সঙ্গে কখনও সংলাপ হতে পারে না। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ মো. হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবদুল্যা আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।  

 /এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ