X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পৌর মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু, দাবি সংসদ সদস্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের (৪২) মৃত্যু পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তবে মেয়রের দাবি, গুলিতে নয়, ককটেলের আঘাতে শিমুল মারা গেছেন।
জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এমপি স্বপন শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক শিমুলের জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এমপি স্বপন প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীর বরাত দিয়ে বলেন, ‘পৌর মেয়র মিরু নিজে তার শর্টগান দিয়ে বাড়ি থেকে পর পর পাঁচটি গুলি করেন। যার একটি শিমুলের চোখে ও মাথায় বিদ্ধ হয়।’

স্বপন আরও বলেন, ‘শাহজাদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে কোন দ্বন্দ্ব বা বিভেদ নেই। মেয়র নিজে ও তার দু’ভাই এবং তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে পৌর শহরে সন্ত্রাস করছিলেন। সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনের সময় মেয়রের নিজের শর্টগানের গুলিতে নিহত হন। আমরা এ ঘটনার জন্য মেয়রের গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এর আগে, শনিবার সকালে সাংবাদিক শিমুল ও তার নানীর জানাজা সম্পন্ন হয়েছে। নাতির মৃত্যুর শোক সহ্য করতে না পেরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান শিমুলের ৯০ বছর বয়সী নানী রোকেয়া বেওয়া। ছোটবেলায় বাবাকে হারানোর পর নানীর কাছেই বেড়ে উঠেছিলেন শিমুল।

এদিকে, শিমুলের নিহত হওয়ার ঘটনায় শাহজাদপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) আধাবেলা হরতাল পালিত হয়। সাংবাদিক শিমুল হত্যা ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে। সাংবাদিক শিমুলের মৃত্যুর পর থেকেই মেয়র মীরু আত্মগোপনে চলে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বেশির ভাগ সমর্থক ও আত্মীয়স্বজন এলাকা ছাড়া।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এরপর শুক্রবার বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় খবরটি জেনে মুর্ছা যান তার নানী। পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
/জেএইচ/এসটি/

আরও পড়ুন: টার্গেট হলেন সাংবাদিক শিমুল?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে