X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

শাহজাদপুরে প্যানেল মেয়রের ওপর পৌরসভার দায়িত্ব অর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০১:৩১আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০১:৫৬

শাহজাদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ নাসির উদ্দিন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনের ওপর। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রউফ মিয়ার স্বাক্ষরিত এক আদেশপত্রে নাসির উদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়। শাহজাদপুর পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভী বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
শাহজাদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌরসভার প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে এ সংক্রান্ত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর পৌর মেয়র, সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশপত্রে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে মেয়র ও তার ভাইদের সঙ্গে সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ওই ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন মেয়রকে প্রধান আসামি এবং তার ভাই মিন্টু ও পিন্টুসহ ১৭ জনকে অন্যান্য আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে পলাতক মিরুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
গত এক মাস থেকে মিরু কারাগারে থাকায় পৌরসভার কার্যক্রম ব্যহত হয় এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। আর এ কারণেই স্থানীয় সরকার বিভাগ থেকে প্যানেল মেয়র নাসির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব দেওয়া হয় বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-

জীবনযুদ্ধে হার না মানা ভ্যানচালক জায়দা বেগম

বখাটের বিরুদ্ধে নিজেই মামলা করলেন বিচারক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ