X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘নারীদের সুরক্ষায় এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে’

তুহিনুল হক তুহিন, সিলেট
০৮ মার্চ ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৮:১৮

নার্গিসের ওপর হামলাকারী বদরুল ইসলাম খাদিজা আক্তার নার্গিসের হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার সময় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা প্রায় ছয় মিনিট নারীদের সাফল্য ও সুরক্ষা নিয়ে কথা বলেন। এ রায় নারী সমাজের সুরক্ষায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বিচারক। এসময় তিনি বলেন, এ রায় নারী উত্ত্যক্তকারীরা বিরত রাখবে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, নারীর ক্ষমতায়ন সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। এ দেশের নারী সমাজ যখন সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন, সেখানে তারা অরক্ষিত আর নির্যাতিত। দেশের অগ্রযাত্রায় নারী সমাজের ভূমিকা অনস্বীকার্য। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নার্গিসের ওপর এমন নৃশংস হামলাই প্রমাণ করে এ দেশের নারীরা কতটা অরক্ষিত।’

রায়ের আগে আদালত বলেন, ‘মানব-মানবীর মধ্যে প্রেম-ভালোবাসা চিরন্তন। এতে সমস্যা দেখা দিতে পারে। প্রেমে প্রত্যাখ্যাত হলে এমন পৈশাচিক, নৃশংস আচরণ মোটেই কাম্য ও আইন সমর্থিত নয়। এছাড়াও সাক্ষীদের সাক্ষ্য থেকে ঘটনার সঙ্গে আসামি বদরুলের সম্পৃক্ততা অবিশ্বাস করার মতো কোনও সাক্ষ্য আমি পাইনি। উপর্যুপরি ১০টি আঘাতের ধরন এবং আম্বরখানা পয়েন্ট থেকে চাপাতি কিনে আনার ঘটনা প্রমাণ করে, নার্গিসকে খুন করার পরিকল্পনা আসামির ছিল।’

আদালত সূত্র জানায়, ৩২ পৃষ্ঠার পুরো রায়টি বাংলায় লেখা ছিল। আদালত ৩২৬ ধারায় বদরুল ইসলামের যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তার যাবজ্জীবন দণ্ডাদেশ থেকে হাজতবাসের পাঁচ মাস বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

নার্গিস হত্যাচেষ্টা মামলা

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল ইসলাম। এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। বদরুলকে একমাত্র আসামি করে সিলেট মহানগরীর শাহপরাণ থানায় মামলা করেন নার্গিসের চাচা আবদুল কুদ্দুস। এ ঘটনার জেরে বদরুলকে বিশ্ববিদ্যালয় ও দল থেকে বহিষ্কার করা হয়।

গত বছরের ৫ অক্টোবর সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। ওই বছরের ৮ নভেম্বর নার্গিস হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার এসআই (সাবেক) হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ নভেম্বর আদালতে চার্জশিট গৃহীত হয়। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ১৫ ডিসেম্বর বদরুলকে সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হয়। এদিন সাক্ষ্য দেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার। ১১ ডিসেম্বর আদালতে সাক্ষী দেন নার্গিসের মা-বাবা, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৫ জন। এর আগে ৫ ডিসেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার ১৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত ২৬ ফেব্রুয়ারি সিলেটের আদালতে সাক্ষ্য দেন নার্গিস। এ মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৪ জন সাক্ষ্য দেন। 

নার্গিসের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন ছিল। গত ১ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। গত ৫ মার্চ এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার জন্য আজ ৮ মার্চ তারিখ ধার্য করেন।

/বিএল/

আরও পড়ুন:
বদরুলের যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী